হাবিবুর রহমান, পূর্বধলা নেত্রকোনা : জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এমএমএ আউয়াল তালুকদার, উপজেলা প্রাথমিক অফিসার মফিজুল হক, উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত, একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ মাসুদ, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মো. বদরুজ্জামান বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। মেলায় ১৮টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা ১৮ স্টল প্রদর্শন করে।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ উদ্ভাবিত নিজস্ব ধারণা থেকে আবিষ্কার করা প্রজেক্ট ডেমো নিয়ে হাজির হওয়া স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসারসহ আমন্ত্রিত অতিথিরা।
আপনার মতামত লিখুন :