এএফএম মমতাজুর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে বাড়ির মেইন গেটের তালা ভেঙে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের ঢাকাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সদস্য আবু হাসান সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমানের ব্যক্তিগত সহকারী (বডিগার্ড)। এ ব্যাপরে আদমদীঘি থানায় একটি এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, উপজেলার পৌর শহরের সান্তাহার ঢাকাপট্টি এলাকায় নান্নু নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন পুলিশ সদস্য আবু হাসান। প্রতিদিনের মতো সোমবার সারাদিন ডিউটি শেষ করে রাতে বাসায় ফিরে মোটরসাইকেল পার্কিং করে ঘুমাতে যান তিনি। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান কে বা কাহারা চুরির উদ্দেশ্যে গেটের তালা ভেঙে পার্কিং করা তিনটি মোটরসাইকেলের মধ্যে একটি মোটরসাইকেল নিয়ে যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় চুরির এজাহার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :