শামীম মীর গৌরনদী প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদীর কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তারকে কৈফিয়ত তলব করা হয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা অমান্য করার জন্য গত ৮ জানুয়ারি বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আকতারুজ্জামান স্বাক্ষরিত এক স্মারকে এ কৈফিয়ত তলব করা হয়।
জানা যায়, জারিকৃত কৈফিয়ত তলবে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২ জানুয়ারি শিক্ষিকা তানিয়া কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এ বাণী সংবলিত ভর্তি বিজ্ঞপ্তির একটি পুরোনো ব্যানার বিদ্যালয়ে টানিয়ে রাখেন। ব্যানারটি এলাকাবাসীর গোচরীভূত হলে বিদ্যালয়ে সাংবাদিক আসেন এবং বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
তদপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা গত ৫ জানুয়ারি বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা পেলে ‘বিষয়টি শিক্ষিকার বিধিবহির্ভূত অপরাধ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের শামিল’ উল্লেখ করে গত ৬ জানুয়ারি এক স্মারকে ডিপিইও দপ্তরে প্রতিবেদন দাখিল করেন।
শামীম মীর
আপনার মতামত লিখুন :