শিরোনাম
◈ নিজস্ব ব্যাংক হিসাবে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে পারবেন ◈ চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং ◈  সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬০০ সহায়ক ট্রাফিক পুলিশ নিয়োগ দিচ্ছে সরকার ◈ আপনার জন্য দরজা খোলা রইল: টিউলিপকে স্টারমার ◈ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে, প্রস্তুতি শুরু বিএনপিসহ সমমনাদের ◈ এবার পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান! ◈ পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক ◈ সালমানের ৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ ◈ ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি সাবধানে কথা বলো: আত্মগোপনে থাকা মেজর জিয়াউলের সাক্ষাৎকার ◈ টিউলিপের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন দ্রুত আসছে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৫:১৭ বিকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ এর স্পেশাল ট্রাইব্যুনাল-৪ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামীদের অনুউপস্থিতিতে এ রায় প্রদান করেন। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-অ ধারায় দায়েরী মামলায় তাদেরকে এই রায় প্রদান করেন।

যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের এ.পি.পি মোঃ হাদীউজ্জামান সেখ (হাদী) এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো,  মোঃ এরশাদ আলী, গোলজার হোসেন রানা, রায়হান, রাজা, পাবনা জেলার অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর শেখের ছেলে মোঃ নজরুল, সুজানগর থানার বর্তমান সাং-নয়নামতি আজাদ প্রেসের পার্শ্বে (শ্বশুড় মৃত আজিম উদ্দিন মল্লিক) (হেমায়েতপুর) মৃত নাছির উদ্দিন, নেছার উদ্দিনের ছেলে মোঃ আবুল হাসেম, দেও হাসেম, মোঃ আফজাল হোসেন ও পাবনা জেলার জয়গ্রাম মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ হাসান আলী প্রাং।

মামলা সুত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারী ২০১৮ইং তারিখে সকাল ৮টার দিকে সাজেদা ফাউন্ডেশন এর ফিল্ড অফিসার মোঃ আশরাফুল ইসলাম অফিস হতে বের হয়ে উপজেলার বাড়াবিল গ্রামের কিস্তির টাকা উত্তোলন করার উদ্দ্যেশে বের হয়। বিভিন্ন ব্যক্তির নিকট থেকে কিস্তির ১ লক্ষ ৫৬ হাজার ৬০০ টাকা উত্তোলন করে অনুমান ১২:১৫ টার দিকে বাড়াবিল গ্রামের বড় ব্রীজের উত্তর পার্শ্বে রাস্তার উপর অটোভ্যান রিক্সার জন্য অপেক্ষা করে। এসময় আসামীরা ৩টি মোটরসাইকেল যোগে এসে ফিল্ড অফিসার মোঃ আশরাফুল ইসলামকে ঘিরে ধরে ১নং আসামী তার হাতে থাকা পিস্তল তার মাথায় ঠেকিয়ে ও ৩নং আসামী তার হাতে থাকা শার্টারগান বুকে ঠেকিয়ে ভয়ভীতি দেখায় এবং ২ ও ৪নং আসামীরা তাকে কিলঘুষি মেরে তার ফুল প্যান্টের সামনের দুই পকেটে থাকা কিস্তির নগদ ১ লক্ষ ৫৬ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয়।

ঐ সময় ফিল্ড অফিসার মোঃ আশরাফুল ইসলাম চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আসামীদেরকে গনপিটুনি দেয়। এই ঘটনার প্রেক্ষিতে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক কে.এম রাকিবুল হুদা আসামীদেরকে হেফাজতে নেন এবং তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-অ ধারায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য মোট ১০জন সাক্ষী উপস্থাপন করেন। দীর্ঘদিন সাক্ষ্য সমাপ্তি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় স্পেশাল ট্রাইব্যুনাল-৪ (যুগ্ম জেলা ও দায়রা জজ) আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন এ.পি.পি মোঃ হাদিউজ্জামান শেখ (হাদী) ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক (আতা)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়