শিরোনাম
◈ নিজস্ব ব্যাংক হিসাবে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে পারবেন ◈ চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং ◈  সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬০০ সহায়ক ট্রাফিক পুলিশ নিয়োগ দিচ্ছে সরকার ◈ আপনার জন্য দরজা খোলা রইল: টিউলিপকে স্টারমার ◈ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে, প্রস্তুতি শুরু বিএনপিসহ সমমনাদের ◈ এবার পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান! ◈ পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক ◈ সালমানের ৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ ◈ ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি সাবধানে কথা বলো: আত্মগোপনে থাকা মেজর জিয়াউলের সাক্ষাৎকার ◈ টিউলিপের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন দ্রুত আসছে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৫:১২ বিকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে চুরি করতে গিয়ে দেখে ফেলায় বাড়ির কেয়ারটেকারকে হত্যা : গ্রেপ্তার ৩

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় চুরি করতে গেলে দেখে ফেলায় বাড়ির কেয়ারটেকার আ: ওহাব মাতুব্বরকে (৭৩) হত্যা করে সংঘবদ্ধ চোর। এঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল। এর আগে সোমবার (১৩ জানুয়ারী) দিবাগত রাতের বিভিন্ন সময়ে ভাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর ভাঙ্গার আলেখারকান্দা এলাকার মৃত রাজ্জাক কাজীর ছেলে আল-আমিন কাজী (৪০), সদরপুর উপজেলার চরব্রাহ্মণদী এলাকার আব্দুল কাইয়ূম হাওলাদারের ছেলে অভি হাওলাদার (২৪)), একই উপজেলার হাজেরিয়া হাজিরকান্দি এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুর রহমান (২০)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বলেন, 'সম্প্রতি ভাঙ্গার তুজারপুর এলাকায় এক চিকিৎসকের বাড়িতে চুরি করতে যায় কয়েকজন সংঘবদ্ধ চোর। এসময় ওই বাড়ির কেয়ারটেকার আ: ওহাব মাতুব্বর (৭৩) চোরদের দেখে ফেলায়। পরে ওহাব মাতুব্বরকে হত্যা করে হাত-পা বেঁধে রেখে যায় চোরেরা। পরে পুলিশ খবর পেয়ে ওই কেয়ারটেকারের মরদেহ উদ্ধার করে। অতঃপর এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৭।'

এসপি জলিল বলেন, 'এরপর এ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। অতঃপর এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে গ্রেপ্তার হওয়া আব্দুর রহমানের বিরুদ্ধে আরও একটি চুরির মামলা রয়েছে।'

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে প্রদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান প্রমূখ।


উল্লেখ্য, গত ০৮ জানুয়ারী ফরিদপুরের ভাঙ্গার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা এলাকার এক চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার আঃ ওহাব মাতুব্বরের হাত-পা বাধা উপুর হওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার দু'দিন পর ১০ জানুয়ারী ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়