শিরোনাম
◈ নিজস্ব ব্যাংক হিসাবে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে পারবেন ◈ চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং ◈  সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬০০ সহায়ক ট্রাফিক পুলিশ নিয়োগ দিচ্ছে সরকার ◈ আপনার জন্য দরজা খোলা রইল: টিউলিপকে স্টারমার ◈ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে, প্রস্তুতি শুরু বিএনপিসহ সমমনাদের ◈ এবার পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান! ◈ পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক ◈ সালমানের ৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ ◈ ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি সাবধানে কথা বলো: আত্মগোপনে থাকা মেজর জিয়াউলের সাক্ষাৎকার ◈ টিউলিপের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন দ্রুত আসছে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ০১:০৫ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে জয়পুরা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে পাশে খাল থেকে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার(১৪জানুয়ারী) সকাল বেলা ধামরাই উপ জেলার কুল্লা ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকার আনোয়ার শপিং কমপ্লেক্স  এর পূর্বপাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় পাওয় যায়নি। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।

সরজমিনে যাওয়ার পর এলাকাবাসি বলেন, আজ সকালে এলাকার লোকজন জয়পুরা বাজারে যাওয়ার সময় ঢাকা-আরিচা মহা সড়কের পাশে খালের মধ্যে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে ধামরাই থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে ভাসমান লাশটি উদ্ধার করে।

প্রতিবেদকের রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি কোন নাম পরিচয় ও ঠিকানা কেউ বলতে পারেনি।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাসির আহমেদ বলেন,ধামরাই উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ভাসমান একটি লাশ এলকাবাসি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশের গায়ে তেমন কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের পরে বলা যাবে এটি হত্যা নাকি অন্য কিছু।

বার্তা প্রেরক- মোঃআদনান হোসেন ধামরাই ঢাকা থেকে:০১৭১৩৫৮২০০১

  • সর্বশেষ
  • জনপ্রিয়