শিরোনাম
◈ বাংলাদেশের আইনে কী আছে পুরুষদের ধর্ষণের বিষয়ে? ◈ কূটনীতিকের কানাডায় পালিয়ে গিয়ে বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা ◈ ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে ◈ ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার পেয়ে আবেগে বললো এবার আমি স্কুলে যেতে পারবো  ◈ যৌথ বাহিনীর অভিযানে ৩৮৩ জন গ্রেফতার ◈ খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ◈ বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম তিন হাজার ডলার প্রতি আউন্স ◈ নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান ◈ বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ১০:৩৮ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাইকগাছায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত আহত ২

শেখ সেকেন্দার আলী, পাইকগাছা : খুলনার পাইকগাছায় দুই মোটারসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২জন মারাত্বক আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাগেছে,সোমবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার মালথ গ্রামের বাবু শেখের ছেলে রুহুল আমিন (৩০) একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১) পাইকগাছা মৎস আড়ৎ থেকে কাজ শেষ করে বাড়িতে আসছিলো। প্রতিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের পাশে পৌছালে খুলনার দিক থেকে আসা কয়রা উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী (২৩) বিচালী বোঝায় নছিমন গাড়ী ক্রস করার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যায়। 

পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎক ইব্রাহিম খলিল গাজী জানান, মোটরসাইকেলে দুর্ঘটনায় তিন জন মারাত্বক আহত রোগী পথচারীরা হাসপাতালে ভর্তি করে। দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় খুমেক হাসপাতালে প্ররন করা হয়েছে।

পরিবার সূত্রে জানাগেছে, খুমেক হাসপাতালে নেয়ার পথে কৈয়া বাজারে পৌছালে মারাত্বক আহত রুহুল আমিন ও ফিরোজ ২০ মিনিটের ব্যবধানে মারা গেছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান,দুর্ঘটনার খবর শুনেছি তবে মারা গেছে কিনা জানিনা খবর নিচ্ছি। লাশ পৌছালে ও অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়