শিরোনাম
◈ কেন ব্যর্থ হলো নরেন্দ্র মোদির ‘সবার আগে প্রতিবেশী’ নীতি  ◈ জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজার, ইফতার শেষ ঢাকা ফিরবেন ◈ সংকটে থাকা দুই ব্যাংককে টাকা ছাপিয়ে আরও ২,৫০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ◈ ‘জান্নাতে কোনো ধর্ষক নেই, আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না’ ◈ তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া দফতরের ◈ ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা ◈ বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে: গুতেরেস ◈ ফের ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার, ভিত্তিহীন এসব খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ◈ জুমার দিনে যে পাঁচ ভুল কোনোভাবেই কাম্য নয় ◈ ৩ সংবাদমাধ্যমসহ জেমকন গ্রুপের ৩৬ প্রতিষ্ঠানের শেয়ার জব্দ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ১০:৩১ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় খালের উপর অবৈধ ১৭ টি দোকানঘর উচ্ছেদ

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে সরকারি খাল উপর নির্মাণ করা ১৭টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশে সোমবার (১৩ জানুয়ারি) উপজেলার শিদলাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকায় গাজী মার্কেট নামক স্থানে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার শিদলাই ৮নং ওয়ার্ডের গাজী মার্কেট এলাকায় সরকারি খাল দখল করে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ১৭টি দোকানঘর নির্মাণ করেছেন স্থানীয় একটি চক্র।  পরে জেলা প্রশাসনের নির্দেশে গতকাল সোমবার দিনব্যাপী ওই স্থানের অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা আটজন মালিকের ১৭টি দোকানঘর উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, জেলা প্রশাসনের নির্দেশে উপজেলার চারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়