হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে আ'লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে তাদেরকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (১২ জানুয়ারী) রাতে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আ'লীগ নেতাকর্মীরা হলেন, উপজেলার পুলিয়া এলাকার জোনায়েত ওরফে জোলায়েত মিয়া (৩৫), কাপুড়িয়া সদরদী গ্রামের জিহাদ মুন্সী(২৪), পাতরাইল গ্রামের মো. আহাদ মিয়া (৫০), চৌধুরীকান্দা সদরদী গ্রামের মো. মামুন শেখ (৪৪) ও উথলি দিঘীরপাড় গ্রামের মোঃ মাসুদ তালুকদার ওরফে মাসুম।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ভাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আ'লীগের পাঁচজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মামলার আসামি। আজ সোমবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :