মো: মশিউর রহমান, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে-ক্সে ডাক্তার দেখাতে এসে বহিরাগতদের হামলায় দুই জন আহত হয়েছে। আহতরা হলেন হাসিনা বেগম (৫১) ও তার ভাইয়ের ছেলে আজমাইল শেখ (২৬)। আহতরা নাজিরপুর উপজেলার বানিয়ারী এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুর সারে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত হাসিনা বেগমের ভাইয়ের ছেলে সাগর শেখ বলেন, আমারা সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য আসি। আমার জরুরী বিভাগ থেকে টিকিট সংগ্রহ করে ডাক্তারের রুমের সামনে অপেক্ষমানরত অবস্থায় একজন বোরকা পরিহিত নারী প্রথমে এসে আমাদের কাছে চিকিৎপত্র চায়, আমরা দিতে অপরাগত প্রকাশ করলে সে চলে গিয়ে বাহির থেকে দুজনেকে ডেকে নিয়ে আসে এসে আমার ভাই আজমাইলের জামার কলার ধরে চর থাপ্পর মেরে চলে যায়। এর কিছু পরে দশ থেকে পনের জনের মত এসে পুনরার আমার ফুফু হাসিনা বেগম (৫১), ও আজমাইল শেখ (২৬) এর উপরে হামলা করে চলে যায়। আমার ভাই ও ফুফুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভতি করা হয়েছে।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: মশিউর রহমান বলেন, হাসপাতালে কিছু বহিরাগত এসে দুপুরের দিকে রোগীদের উপরে হামলা করেছে। আমরা ধারনা করছি তারা হাসপাতালের সামনে ডায়গষ্টিক এর লোক। তাদের পরিচয় আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে আইনী ব্যবস্থা নিচ্ছি।
আপনার মতামত লিখুন :