শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার ◈ মডেল তিন্নি হত্যা মামলায় সাবেক এমপি অভি খালাস ◈ ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে আমরা সেই কলম ভেঙে দেব : হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সচিব (ভিডিও) ◈ চাঁদাবাজ, ছিনতাইকারী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে: ডিবি প্রধান ◈ ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর, বাধা নেই মুক্তিতে ◈ এবার ভারত থেকে জ্বালানি কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি ◈ ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই, আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি: জয় ◈ পাকিস্তান সুপার লিগে ৬ দলের স্কোয়াড, খেলবে বাংলাদেশের ৩ ক্রিকেটার ◈ এলপিজিতে সুখবর, কমলো ভ্যাট

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ০৬:১২ বিকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের ঈমানী দায়িত্ব হচ্ছে তোদের (হাসানাত আব্দুল্লাহ) মৃত্যু নিশ্চিত করা : ফেসবুক পোষ্ট ভাইরাল

মো: মশিউর রহমান, না‌জিরপুর (পি‌রোজপুর) প্রতিনিধি : আমাদের ঈমানী দায়িত্ব হচ্ছে তোদের (হাসানাত আব্দুল্লাহ) মৃত্যু নিশ্চিত করা। পি‌রোজপু‌রের না‌জিরপু‌র উপজেলার ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, হাসানাত আব্দুল্লাহ‌ কে নি‌য়ে কটাক্ষ ক‌রে তার ফেইসবুক আইডি‌তে পোষ্ট দি‌য়ে ভাইরাল ক‌রে‌ছে। আর এ পোষ্ট নি‌য়ে না‌জিরপু‌রে রি‌তিমত টক অফ দ্যা টাউনে প‌রিনত হ‌য়ে‌ছে। এতে  ক্ষিপ্ত হ‌য়ে‌ছে বৈষ‌ম্যবিরোধী ছাত্র আন্দোল‌ন নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা।

স্ট্যাটাসে আলামিন ব‌লেন, ইদানীং সেইফ এক্সিট নিয়া অনেক কথাবার্তাই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তোদেরকে শুধু একটা কথাই বইলা দেই... তোরা মাছ না যে বঙ্গোপসাগর দিয়া ভেসে যাবি। তোরা পাখি না যে আকাশে উইড়া যাবি। তোদেরকে তো আমরা ধরবোই!

আল্লাহর এই দুনিয়ায় যে প্রান্তেই তোরা পালায়ে যাসনা কেন, আমাদের ঈমানী দায়িত্ব হচ্ছে তোদের মৃত্যু নিশ্চিত করা। নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে হলেও তোদের মৃত্যুর পরোয়ানা জারি করে তোদেরকে শেষ করবো ইনশাআল্লাহ। জাতির জনকের পবিত্র আত্মার কাছে এইটা আমার ওয়াদা। সেইফ এক্সিটে যারা যারা সহযোগিতা করতে চাইবে তাদেরও বাঁচতে দিবো না ইনশাআল্লাহ। ওদেরকে বাংলাদেশে থাকতে হবে। এবং আমাদের হাতেই শেষ পরিণতি ভোগ করতে হবে। সেইফ এক্সিট বলতে কোন শব্দ নাই..। এ স্ট্যাটাসকে কেন্দ্রক‌রে চল‌ছে নানা গুনজন সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সজিব সিকদার জানান, স্বৈরাচারের দোসর নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলামিন ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে, তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং আইন-শৃঙ্খলা বাহীনির  নিকট জোড় দাবী জানাই তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়