শিরোনাম
◈ খালেদা জিয়ার সব রিপোর্ট কবে পাওয়া যাবে জানালেন ডা. জাহিদ (ভিডিও) ◈ এসবির প্রধান হলেন অতিরিক্ত আইজিপি গোলাম রসুল ◈ গণভবনে টিউলিপের প্রচারপত্র, গয়না, সোনার প্রলেপযুক্ত কলমের মোড়কসহ আরও যা দেখা গেল ◈ ফের অশান্ত শিক্ষাঙ্গন ◈ বিদ্যুৎ প্লান্টের লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে বিএনপির একাধিক নেতাসহ ৫০ জনের নামে মামলা ◈ বাংলাদেশ-ভারতের পাল্টা-পাল্টি তলব ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি ◈ বিপিএল, সিলেট স্ট্রাইকার্সকে হারালো চিটাগাং কিংস ◈ বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় মাল্টিপল-এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, জাকসু নির্বাচন বিষয়ে পরামর্শ চেয়েছেন উপাচার্য

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ০৬:১২ বিকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের ঈমানী দায়িত্ব হচ্ছে তোদের (হাসানাত আব্দুল্লাহ) মৃত্যু নিশ্চিত করা : ফেসবুক পোষ্ট ভাইরাল

মো: মশিউর রহমান, না‌জিরপুর (পি‌রোজপুর) প্রতিনিধি : আমাদের ঈমানী দায়িত্ব হচ্ছে তোদের (হাসানাত আব্দুল্লাহ) মৃত্যু নিশ্চিত করা। পি‌রোজপু‌রের না‌জিরপু‌র উপজেলার ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, হাসানাত আব্দুল্লাহ‌ কে নি‌য়ে কটাক্ষ ক‌রে তার ফেইসবুক আইডি‌তে পোষ্ট দি‌য়ে ভাইরাল ক‌রে‌ছে। আর এ পোষ্ট নি‌য়ে না‌জিরপু‌রে রি‌তিমত টক অফ দ্যা টাউনে প‌রিনত হ‌য়ে‌ছে। এতে  ক্ষিপ্ত হ‌য়ে‌ছে বৈষ‌ম্যবিরোধী ছাত্র আন্দোল‌ন নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা।

স্ট্যাটাসে আলামিন ব‌লেন, ইদানীং সেইফ এক্সিট নিয়া অনেক কথাবার্তাই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তোদেরকে শুধু একটা কথাই বইলা দেই... তোরা মাছ না যে বঙ্গোপসাগর দিয়া ভেসে যাবি। তোরা পাখি না যে আকাশে উইড়া যাবি। তোদেরকে তো আমরা ধরবোই!

আল্লাহর এই দুনিয়ায় যে প্রান্তেই তোরা পালায়ে যাসনা কেন, আমাদের ঈমানী দায়িত্ব হচ্ছে তোদের মৃত্যু নিশ্চিত করা। নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে হলেও তোদের মৃত্যুর পরোয়ানা জারি করে তোদেরকে শেষ করবো ইনশাআল্লাহ। জাতির জনকের পবিত্র আত্মার কাছে এইটা আমার ওয়াদা। সেইফ এক্সিটে যারা যারা সহযোগিতা করতে চাইবে তাদেরও বাঁচতে দিবো না ইনশাআল্লাহ। ওদেরকে বাংলাদেশে থাকতে হবে। এবং আমাদের হাতেই শেষ পরিণতি ভোগ করতে হবে। সেইফ এক্সিট বলতে কোন শব্দ নাই..। এ স্ট্যাটাসকে কেন্দ্রক‌রে চল‌ছে নানা গুনজন সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সজিব সিকদার জানান, স্বৈরাচারের দোসর নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলামিন ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে, তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং আইন-শৃঙ্খলা বাহীনির  নিকট জোড় দাবী জানাই তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়