মিজান লিটন : চাঁদপুরের ৮ উপজেলার অধিকাংশ ইটভাটা চলচে সরকারের নিয়ম-নীতি উপেক্ষা করে যা সম্পূর্ণ অবৈধ ও অনিয়ম। জেলায় ৯০টি ইটভাটার মধ্যে ৪০টি ইটভাটাই অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে বলে অভিযোগ রয়েছে।
এসব অবৈধ ইটভাটার বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বললেও সংশ্লিষ্ট পরিবেশ অধিদপ্তর কোন ধরণের কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করতে এখনো দেখা যায়নি। যার ফলে ওইসব ইটভাটাগুলো সরকারের নিয়ম-নীতি উপেক্ষা করে দেদারছে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং অবৈধ ইটভাটার সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে খুব দ্রুতই পরিবেশের জন্য ক্ষতিকর এসকল ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, পরিবেশের জন্য ক্ষতিকর ও হুমকির সম্মুখিন এমন বেশ কয়েকটি ইটভাটা চলমান রয়েছে। পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে জানা যায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে, বসতবাড়ী সংলগ্ন, ফসলি জমিতে ইটভাটা দেওয়া যাবে না। কিন্তু এ সকল ভাটার মালিকরা সরকারের এই নিয়ম-নীতি উপেক্ষা করে তাদের এই ব্যবসা চলমান রেখেছে। খোঁজ নিলে দেখা যাবে এদের পরিবেশের কোন ছাড়পত্র নেই। তাহলে তারা কিভাবে এই ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। ওই সমস্ত এলাকার জনসাধারণ এমনকি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা নানান ক্ষোভের মধ্যে রয়েছে।তার আরো জানান, প্রশাসনের কর্তা ব্যক্তিদের হাত করে তারা তাদের এই ব্যবসা পরিচালনা করে আসছে। এতে করে সরকার একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে অপরদিকে পরিবেশের ও বিপর্যয় ঘটছে।
তাই ঐ সকল এলাকার ভুক্তভোগীদের দাবি প্রশাসন যেন দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে,এবং তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসে।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, জেলার ৮ উপজেলায় ৯০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে হালনাগাদ ছাড়পত্র রয়েছে মাত্র ৫০টি ইটভাটার। বাকি সব বন্ধ ও অবৈধ। শুনেছি বেশ কয়টি ইটভাটা নিয়মনীতি না মেনেই অবৈধভাবে তাদের ভাটায় ইট উৎপাদন অব্যাহত রেখেছে। চলতি বছর এখন পর্যন্ত কোন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়নি।অচিরেরই আমরা অভিযানে নামবো তখনই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
জেলা ইট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আবদুর রশিদ বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের কোন সুপারিশ নেই। যারা অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে প্রশাসনই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জেলায় যেসব ইটভাটা পরিবেশের জন্য ক্ষতিকর এবং হুমকি, সেগেুলো তালিকা করার জন্য বলা হয়েছে। তালিকা করা হলে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দ্রুতই অভিযান পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন :