শিরোনাম
◈ ডলারের দাম আরও ২ টাকা বেড়ে ১২২ ◈ বাংলাদেশ সীমান্তে হঠাৎ আনাগোনা বাড়িয়েছেন বিজেপি নেতারা ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে এমাসেই হতে পারে সংলাপ ◈ আবার বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল খেলার মাঠ সংস্কার করা হবে: আমিনুল হক ◈ লিটন ও ছোট তামিমের ব্যাটিং তান্ডবে উড়ে গেলো রাজশাহী, ঢাকার প্রথম জয় ◈ টিউলিপের পক্ষে মন্ত্রীত্ব টিকিয়ে রাখা ‘অসম্ভব’, তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট স্টারমারের হাতে ◈ বেনাপোল বন্দরে বাণিজ্য ঘাটতি ৭৬ হাজার মেট্রিক টন ◈ সীমান্তে উত্তেজনা: ভারতীয় হাইকমিশনারকে ডেকে উদ্বেগ জানালেন পররাষ্ট্রসচিব ◈ শেখ পরিবারের ৬ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক কি তবে ভারত-পাকিস্তান সম্পর্কে মোড় নেবে: সাউথ চায়না মর্নিং পোস্টের নিবন্ধ

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ০৯:৫২ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে কৃষকের ৬ গরু চুরি 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গত রাতে (১১ জানুয়ারি দিবাগত রাত) দুইজন খামারীর ৬ টি গরু চুরি হয়েছে। ভুক্তভোগী দুইজন কৃষক  খামারী হলেন উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের শেখ সাব্দার হোসেনের ছেলে আবু সায়েম এবং সাতগাছিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে খাইরুজ্জামান।

গরু চুরির ঘটনায় দুজনই কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে পৃথক  অভিযোগ দায়ের করেছেন। তাদের লিখিত অভিযোগ থেকে জানা যায়,কৃষক খায়রুজ্জামান রাত ৩টার দিকে  গরুর ডাকাডাকি শব্দে ঘুম ভাঙলে  গোয়াল ঘরে যেয়ে দেখতে পান সেখানে থাকা ৪ টি গরুর মধ্যে ১ টি লাল রঙের গাভী গরু সাথে লাল রঙের ১ টি  বাছুর এবং সাদাকালো রঙের ১টি বড় বকনা বাছুর গোয়ালে নেই। তাৎক্ষণিক আশপাশে খোঁজাখুঁজি করেও গরু ৩টির সন্ধান তিনি আর পান না। অপর গরু মালিক আবু সায়েম রাত ১১ দিকে নিজ গোয়াল ঘরে ১ টি লালচে রঙের গাভী গরু সাথে লাল রঙের ১টি বাছুর এবং সাদা রঙের বড় ১টি বকনা বাছুর বেঁধে রেখে ঘুমাতে যান।

ভোররাতে ঘুম ভাঙলে গোয়াল ঘরে যেয়ে দেখেন একটি গরুও নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করলেও তার গরু তিনটার সন্ধানও মেলেনি। ভুক্তভোগী খামারী দুজনই মনে করছেন সঙ্গবদ্ধ গরুচোর চক্রের সদস্যরা তাদের গরু চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন,গরু চুরির ঘটনায় পৃথক দু'টি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পাঠিয়েছি। চোর চক্রের সদস্যদের ধরতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়