শিরোনাম
◈ শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা ◈ রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি! ◈ ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ◈ ৪৩ তম বিসিএসের ২৬৭ জনকে সহকারী কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন ◈ ব্যাট রিওভাইরাস: সতর্কবার্তা খেজুরের রস পানে  ◈ বাংলাদেশের পোশাক শিল্প পুনরুজ্জীবিত হচ্ছে ◈ অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার ◈ মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে ছিনতাইকারীকে গ্রেফতার ◈ হাসিনাকে নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ ◈ ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৮ বিকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

শাহ আলম,গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি : থেমে নেই সীমান্ত এলাকায় ভারতীয় পণ্যের চোরাচালান। প্রায় প্রতিদিনই ধরা পড়ছে কোটি টাকার ভারতীয় পণ্যের বড় বড় চালান।

এরই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে ফের অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার অধিক চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জানুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন গোয়াইনঘাটের প্রতাপপুর, পানতুমাই, সংগ্রাম, সোনারহাট ও বিছনাকান্দি বিওপিসহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, চকলেট, মহিষের মাংস, বিয়ার, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং শিং মাছ জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৩৬ হাজার ৫৮০টাকা।

শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা প্রেরক
শাহ আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়