মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে এই ঘটনা ঘটে। শনিবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শহিদুল শিবগঞ্জ উপজেলার চকপাড়া বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আজমতপুর সীমান্ত পিলার ১৮২ এলাকা দিয়ে ৭/৮ জন চোরাকারবারি ভারত থেকে ফেন্সিডিল নিয়ে আসার পথে বিএসএফ গুলি চালালে শহিদুল গুলিবিদ্ধ হয়। সীমান্ত থেকে ১৩০ গজ ভারতীয় অভ্যান্তরে সে গুলিবিদ্ধ হয়। পরে বিজিবি আজমতপুর সীমান্ত থেকে ২৫ বোতল ফেনসিডিল ও একটি হাসুয়া উদ্ধার করেছে।
স্থানীয়রা জানিয়েছে, গুলিবিদ্ধ শহিদুল সীমান্ত দিয়ে পালিয়ে আসলে তাকে ভোড় পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :