জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে বিজিবি’র চেকপোস্টে তল্লাশি চালিয়ে এক পাচারকারীকে ৭৭৫ পিস ইয়াবাসহ আটক করেছে।
বিজিবি সুত্রে জানা যায়, ১০ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কে হ্নীলাগামী একটি সিএনজি চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত সিএনজিটি তল্লাশীকালীন একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় উক্ত যাত্রীকে চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশীর এক পর্যায়ে উক্ত যাত্রীর প্যান্টের পকেট হতে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত আসামীর নিকট হতে ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটককৃত আসামী হল, টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়া এলাকার আবদুর রাজ্জাক এর ছেলে জাহাঙ্গীর আয়াছ প্রকাশ লালভী।
এব্যাপারে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল আশিকুর রহমান পিএসসি জানান,আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্থান্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :