শিরোনাম
◈ বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ অফিস ফাঁকির অভিযোগে ◈ বিমানবন্দরে গ্রেফতার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ◈ হাহাকার বেড়েই চলছে কলকাতার ‘মিনি বাংলাদেশ’-এ, বন্ধের পথে অনেক হোটেল-রেঁস্তোরা ◈ আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ ◈ পরিবর্তন হচ্ছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা, বাদ যাচ্ছে শেখ মুজিবের নাম ◈ সাবেক উপজেলা চেয়ারম্যান  হান্নান অস্ত্রসহ গ্রেফতার  ◈ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস ◈ নতুন রাজনৈতিক দল আসছে ছাত্র-তরুণদের নেতৃত্বে (ভিডিও) ◈ জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা ◈ ‘দায়মুক্তি’ শিরোনামে আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় রাতের আধারে এক কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (১০ জানুয়ারী) সকালে মাছ নিধনের বিষয়ে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক মোশাররফ মাতুব্বর। মোশাররফ এর বাড়ি পার্শবর্তী সাধুপাড়া গ্রামে।

এর আগে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা নমুপাড়া গ্রামের একটি পুকুরে (০৯ জানুয়ারী) বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে পুকুরে বিষ প্রয়োগ করা হয়। মোশাররফের বাড়ি পার্শবর্তী সাধুপাড়া গ্রামে।

ভুক্তভোগী কৃষক মোশাররফ মাতুব্বর বলেন, বৃহস্পতিবার রাতে নমুপাড়ার কয়েকজন যুবককে আমার পুকুরের আশেপাশে ঘুরাঘুরি করতে দেখা গেছে। হয়তো তারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ মেরে ফেলেছে। আমি গরীব মানুষ আমার প্রায় ৩০ হাজার টাকার মাছ মরে গেছে। যারা আমার মাছের ক্ষতি করেছে প্রশাসনের কাছে আমি তাদের শাস্তির দাবি জানাই। 

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, 'এ বিষয়ে মোশাররফ মাতুব্বরের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়