শিরোনাম
◈ ধানমন্ডিতে বাসায় কাজের বুয়ার পরিচয়ে চাকরি নিয়ে দুর্ধর্ষ চুরি ◈ রোজায় নয়, গ্রীষ্মে লোডশেডিং হতে পারে : বিদ্যুৎ উপদেষ্টা ◈ পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে : তারেক রহমান  ◈ আগরতলায় ভিসা কার্যক্রম শুরুর প্রথম দিন জমা পড়ল ১২০ আবেদন ◈ প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত করতে সংবিধান সংশোধনের সুপারিশ ◈ বিপিএলে ফাইনালের টিকিট কে পাবে? খুলনা না চিটাগং, জানা যাবে আজ রাতে ◈ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা নিয়ে কী বলছে আওয়ামী লীগ? ◈ বাসিন্দাদের সরিয়ে গাজার মালিকানা নিতে চান ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকায় বাড়ছে অপরাধ, জড়িতদের অধিকাংশ কিশোর ◈ যেকারনে বাংলাদেশের সঙ্গে ১৭৫ কি.মি. অংশে বেড়া নির্মাণ বাস্তবসম্মত নয়, জানাল ভারত

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: সম্প্রতি ফরিদপুরের একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাঁচজন মাইক্রোবাসের যাত্রী নিহত হওয়ার পর জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। 

শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) ফরিদপুর জেলা কমিটির সভাপতি আবরাব নাদিম ইতু ও সাধারণ সম্পাদক সালমান রহমান পিয়াল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ফরিদপুরে সড়ক ও রেল দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। কর্তৃপক্ষের অবহেলা, অসচেতনতা ইত্যাদি কারণে মানুষ মৃত্যুমুখে পতিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ০৭ই জানুয়ারি (মঙ্গলবার) দুপুর ১টার দিকে মুন্সিবাজারের গেরদা গেট বিহীন অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস ছিটকে খাদে পরে ঘটনাস্থলে তিন জন ও হাসপাতালে দুই জন নিহত এবং চার জন গুরুতর আহত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফরিদপুর জেলা শাখা মনে করছে, এটি সাধারণ কোন দুর্ঘটনা নয় বরং কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার ফসল।'

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'অতএব নিসআ ফরিদপুরের পক্ষ হতে রেল কর্তৃপক্ষ ও প্রশাসনকে ফরিদপুরের সকল অরক্ষিত ক্রসিংয়ে রেলগেট স্থাপন ও গেটম্যান নিয়োগের মাধ্যমে ভবিষ্যতে এমন অনাকাঙিক্ষত ঘটনা রোধের জন্যে ৭২ ঘন্টার আলটিমেটাম জানানো যাচ্ছে। উপর্যুক্ত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ফরিদপুরের জনসাধারণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি প্রদান করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়