শিরোনাম
◈ নতুন দুই বিভাগ ও দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব সংস্কার কমিশনের ◈ 'ধৈর্যের বাঁধ ভাঙলে’ মানুষই ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ অফিস ফাঁকির অভিযোগে ◈ বিমানবন্দরে গ্রেফতার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ◈ হাহাকার বেড়েই চলছে কলকাতার ‘মিনি বাংলাদেশ’-এ, বন্ধের পথে অনেক হোটেল-রেঁস্তোরা ◈ আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ ◈ পরিবর্তন হচ্ছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা, বাদ যাচ্ছে শেখ মুজিবের নাম ◈ সাবেক উপজেলা চেয়ারম্যান  হান্নান অস্ত্রসহ গ্রেফতার  ◈ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস ◈ নতুন রাজনৈতিক দল আসছে ছাত্র-তরুণদের নেতৃত্বে (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালরে কালীপু‌রে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রা‌মের বাঁশখালীর কালীপু‌রের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে বৈশাখী খাতুন (২৫) নামে এক সন্তানের জননী আত্মহত্যা করেছে ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। শুক্রবার সকা‌লে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসানীর দোকান নেজামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত বৈশাখী খাতুন দিনাজপুর জেলার পার্বতীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় ওষুধ কোম্পানির ইনসেপ্টায় বাঁশখালীতে কর্মরত এম আর মোশাররফ হোসেনের স্ত্রী। বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম খবর পে‌য়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত বৈশাখী খাতুনের নানা আলাসত উদ্ধার করে।প‌রে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ব‌লে থানা সু‌ত্রে জানা যায় ।স্থানীয় সু‌ত্রে জানা যায়,
বিগত কয়বছর আগে বৈশাখী খাতু‌নের সা‌থে মোশাররফ হোসেনের সা‌থে পারিবারিকভাবে বিয়ে হয়।বাঁশখালীতে দায়িত্ব পালন করার সুবাদে ওষুধ কোম্পানির ইনসেপ্টার এম আরর মোশারফ হো‌সেন কালীপুরে গুনাগরীতে নেজাম উ‌দ্দি‌নের ভাড়া বাসায় স্বামী-স্ত্রী একসাথে বসবাস করতেন।

এ‌দি‌কে মোশাররফ হোসেন তার কর্মরত প্রতিষ্ঠান ইনসেপ্টার মাসিক মিটিংয়ে চট্টগ্রামে গেলে স্ত্রী বৈশাখী খাতুন গলায় ফাঁস ব‌লে অন‌্যান‌্য ভাড়াটিয়ারা জানান । তারা আ‌রো ব‌লেন, সকালে দরজার বাইরে তিন বছরের ছেলেটি কান্নাকাটি করতে দেখে  পা‌শের লোকজন তা‌কে ডাকাডাকি  ক‌রে ,দরজার সামনে গিয়ে দরজায় ধাক্কা দিলে দরজা খোলা বাসার সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস খাওয়া অবস্থায় সে ঝুলন্ত অবস্থায় দেখ‌তে পে‌য়ে  আশপাশের লোকজন এসে জড়ো হয় থানা পু‌লিশ‌কে খবর দেয় । প্রথ‌মে থানা পু‌লি‌শের রামদাশ হাট পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের পু‌লিশ দল ঘটনাস্থ‌লে আ‌সে প‌রে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম খবর পে‌য়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত বৈশাখী খাতুনের নানা আলাসত উদ্ধার করে।প‌রে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন ক‌রে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়