শিরোনাম
◈ দেশবাসীর কাছে নির্যাতনের শিকার মাগুরার সেই শিশুটির জন্য সেনাবাহিনীর দোয়া প্রার্থনা ◈ রাখাইনকে সহায়তায় বাংলাদেশকে করিডোর দিতে বলল ফোর্টিফাই রাইটস ◈ গণজাগরণ মঞ্চের সেই লাকির বিষয়ে জবি ক্যাম্পাসে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হল ◈ বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস ও চেয়ারপারসনের উপদেষ্টা ইয়াসিন ◈ অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন সেই শামীমা বেগম ◈ ‘আমাকে থানায় নিতে ওসিকে আসতে হবে’ বলা ছাত্রদল নেতা কারাগারে ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগ নেতা সাক্ষাৎকার দি‌লেন ভার‌তের এএন আই‌কে (ভিডিও) ◈ সুন্দর হজ ব্যবস্থাপনায় সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : ধর্ম উপদেষ্টা ◈ আটক বৈষম্যবিরোধী ছাত্রনেতা মুচলেকায় মুক্তি ◈ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেন হাইজ্যাক: সব জিম্মি মুক্ত, ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নত বিশ্বের মতো ফরিদপুরে চালু হলো 'হলিডে মার্কেট'

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: উন্নত বিশ্বের মত ফরিদপুরেও চালু হয়েছে হলিডে মার্কেট। শুক্রবার (১০ জানুয়ারী) সকাল দশটা থেকে রাত ৮টা পর্যন্ত ফরিদপুর শহরের ব্রাহ্ম সমাজ সড়কে উক্ত মেলা অনুষ্ঠিত হচ্ছে। 

এছাড়া প্রতি শুক্রবারে নিয়মিতভাবে এই মেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়। এ মেলায় অংশগ্রহণ করেছে ২৩ টি স্টল। এ সমস্ত স্টল মালিকেরা অনলাইনের মাধ্যমে তাদের তৈরি পণ্য সামগ্রী ক্রেতাদের মধ্যে বিক্রি করে পারবেন।

পন্যের মধ্যে রয়েছে- ফুলের সামগ্রী, বিভিন্ন ধরনের শো পিস কাপড়ের সামগ্রী, আচার, কসমেটিক্স, পিঠা, জুয়েলারি সামগ্রী ইত্যাদি। এছাড়া রয়েছে হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্প।

চারটি অনলাইন প্রতিষ্ঠান এই মেলার দায়িত্বে রয়েছেন। প্রতিষ্ঠানগুলো হলো নিজের বলার মত গল্প ফাউন্ডেশন, ওয়ারকাহালিক ফরিদপুর, ফরিদপুর উদ্যোক্তা মেলা ও ফুড লাভার। ফরিদপুর পৌরসভার সহযোগিতায় উক্ত স্থানে প্রতি শুক্রবার এই মেলা বসবে।

মেলার আয়োজকরা জানান, প্রতি শুক্রবার ফরিদপুরের বিভিন্ন মার্কেট বন্ধ থাকার কারণে যাতে ক্রেতা সাধারণ এখান থেকেই তাদের পণ্যটি সংগ্রহ করতে পারেন এজন্যই এই মেলার আয়োজন। এই মেলায় অনেক উদ্যোক্তা আগামী দিনে আরো ভালো করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

একই সাথে নতুন নতুন পণ্যের অর্ডার পাবেন এবং সে গুলি বিক্রি করে স্বাবলম্বী হতে পারবেন বলেও প্রত্যাশা করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়