শিরোনাম
◈ ‘বিএনপি কর্মীদের’ হামলায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ৩ সাংবাদিক আহত ◈ পাঁচদিনের ব্যবধানে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, বৃহস্পতিবার থেকে কার্যকর ◈ আমরা কী করলাম সেটি ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে: প্রধান উপদেষ্টা ◈ আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ◈ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ বাধ্যতামূলক অবসরের বিধান বাতিলের সুপারিশ ◈ উত্তাল ধানমন্ডি ৩২, ব্যাপক ভাঙচুরের পর বাড়িতে আগুন (ভিডিও) ◈ ধানমন্ডিতে বাসায় কাজের বুয়ার পরিচয়ে চাকরি নিয়ে দুর্ধর্ষ চুরি ◈ রোজায় নয়, গ্রীষ্মে লোডশেডিং হতে পারে : বিদ্যুৎ উপদেষ্টা ◈ পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে : তারেক রহমান 

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:৪২ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে জাল নোটসহ আটক যুবক

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে জাল টাকার নোট দিয় পান-সিগারেট কেনার সময় হাসান আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারী) সকালে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার রায়দৌলতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হাসান আলী উপজেলার রসুলপুর কলাতলা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে জাল টাকা নিয়ে ওই যুবক পান ও সিগারেট নিয়ে ১ হাজার টাকার নোট দেয়। পরে দোকানদার ১ হাজার টাকার নোটটি জাল বুঝতে পারে। পরে অন্য নোট দিতে বললে ওই যুবক আরেকটি নোট দেয়। সেটাও জাল ছিলো। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই যুবকে থানায় নিয়ে যায়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কেনার চেষ্টার সময় ওই যুবকে স্থানীয় আটক করে। তার কাছ থেকে পাঁচটি ১ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আইনিপ্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়