শিরোনাম
◈ ৫ শতাংশ হারে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ ◈ নয়াদিল্লির আদলে ঢাকায় মহানগর সরকার গঠনের সুপারিশ কমিশনের ◈ ১৫ বছর চাকরি করলেই পাওয়া যাবে পেনশন ◈ ট্রাম্পের 'সহায়তা স্থগিত', বাংলাদেশে মার্কিন কর্মসূচি ঢেলে সাজানোর সুযোগ ◈ নতুন দুই বিভাগ ও দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব সংস্কার কমিশনের ◈ 'ধৈর্যের বাঁধ ভাঙলে’ মানুষই ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ অফিস ফাঁকির অভিযোগে ◈ বিমানবন্দরে গ্রেফতার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ◈ হাহাকার বেড়েই চলছে কলকাতার ‘মিনি বাংলাদেশ’-এ, বন্ধের পথে অনেক হোটেল-রেঁস্তোরা ◈ আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:৩২ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেকে আগে সংস্কার না করলে কোন সংস্কার কাজে আসবে না : ড.মঈন খান

ম্হাবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা অবশ্যই সংস্কার করবো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হলো নিজেকে আগে সংস্কার করা। যতক্ষণ পর্যন্ত নিজেকে সৎ ও নীতিবান মানুষ হিসেবে সংস্কার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন, সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ বিভাগকে যতই সংস্কার করি কোন সংস্কারে কাজে আসবে না।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) রাত ৮টায় নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে সাতদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান অন্তর্র্বতীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা এমন সংস্কার করুন যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষ নিজেদের সংস্কার করবে, গণতন্ত্র ও অর্থনৈতিক সাম্য ফিরিয়ে আনবে এবং এদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে আনবে।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো: ইকবাল প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়