শিরোনাম
◈ ঢাকার সড়কে চালু হচ্ছে গোলাপি রংয়ের ২,৬১০টি বাস ◈ চৌকিতে আমু ফ্লোরে ঘুমান সালমান, খাবার অনেক সময় গন্ধ হয়ে যায়: যেমন কাটছে সাবেক মন্ত্রী-এমপিদের কারাজীবন ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর অভিযোগে শিক্ষার্থী গ্রেফতার ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক ◈ ইউরোপিয়ান ফুটবলে জানুয়ারির মধ্যবর্তী দলবদল শেষ, দামী খেলোয়াড় খাভিছা ◈ পেলে, ম্যারাডোনা ও মেসির সঙ্গে আমার তুলনা চলে না, আমিই সর্বকালের সেরা: রোনালদো ◈ সুমাইয়াকে হয়রানি ও হত্যার হুমকি, কড়া পদক্ষেপ নিচ্ছে বাফুফে ◈ বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ ◈ নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ১২:৩৯ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌‌‘প্রবাসীদের প্রতি সুবিচার করতে হবে, তারা যাতে হয়রানির শিকার না হয়’

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শাহ রাহাত আলী মাজার মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ আয়োজিত হয়।

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান (মাতু) ডাক্তারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

 প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, ‘এই দেশ স্বাধীন হয়েছে কৃষক, শ্রমিক, ছাত্র-জনতার মিলিত সংগ্রামে। এর মূল্য আমাদের দিতে হবে। কোনো ভাবেই যেন এই সুযোগ হাতছাড়া না হয় সে দিকে খেয়াল রাখতে হবে আমাদের। নতুন দেশ গড়ার এই সুযোগে সবাই যার যার অবস্থান থেকে সৎ থাকতে হবে।’
 
নেতাকর্মীদের উদ্দেশ্যে গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, ‘আপনারা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য প্রস্তুত থাকবেন। ভালো কাজ দিয়ে মানুষের কাছাকাছি থাকবেন। লড়াই-সংগ্রামে কখনো পিছপা হবেন না। দেশের মানুষের জন্য সবটা উজার করে দিয়ে নিজেদের প্রমাণ করতে হবে।’

প্রবাসীদের দুর্দশার কথা উল্লেখ করে সাকি বলেন, দেশের প্রবাসী শ্রমিকরা কঠিন অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তাদের প্রতি কেউ দৃষ্টি দেয় না, সবাই উদাসীন। খেটে খাওয়া এই মানুষদের প্রতি সুবিচার করতে হবে। তারা যাতে হয়রানির শিকার না হয় দেশে বা বিদেশে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া জরুরি। যাতে প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি দেখিয়ে তারা ভালো থাকতে পারেন এবং আমাদের ভালো রাখতে পারেন। তাদের সম্মান দেখাতে হবে।’
 
তিনি বলেন, ‘শুধু প্রবাসীরাই নয় এ দেশের প্রতিটি নাগরিকের সম্মানজনক অধিকার নিশ্চিত করতে হবে। এটিই আমাদের লক্ষ্য।’
 
বিশেষ অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলার সংগঠক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শামীম শিবলী।

সমাবেশে গণসংহতি আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় কৃষক, শ্রমিক, ছাত্র এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা দেশের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়