কাজি রাশেদ, চান্দিনা ( কুমিল্লা ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা পালকী সিনেমা হলের সন্নিকটে মারুতি ও যাত্রীবাহী বাসের এবং চান্দিনার মাধাইয়া এলাকায় সিএনজি অটোরিকশা সাথে অজ্ঞাত গাড়ির সংঘর্ষে লামহা (৬) নামক এক শিশু ঘটনাস্থলে নিহত এবং ৭জন আহত হয়।
আজ দুপুর ২টার পরপর এ দুর্ঘটনা গুলো ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,কুমিল্লা থেকে ছেড়ে আসা এশিয়া লাইন নামে একটি যাত্রীবাহী বাস পিছন থেকে একটি যাত্রীবাহী মারুতির সংঘর্ষ ঘটে। এতে মারুতিতে
থাকা লামহা (৬) নামে একটি শিশু ঘটনাস্থলে নিহত হয়। নিহত লামহা কুমিল্লার দেবিদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামের প্রবাসী শাকিল আহমেদের মেয়ে। মারুতিতে থাকা আরো ৫যাত্রী আহত হন। এদের মধ্যে ২ জন মহিলা অবস্থা আশঙ্কাজনক।
অপরদিকে মাধাইয়া এলাকায় দুর্ঘটনায় ২ যাত্রী আহত হয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে নিয়ে যায়।
আপনার মতামত লিখুন :