চট্টগ্রামের কোতোয়ালী থানার সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে পেটানোর ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শহীদুল ইসলাম শহীদ চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম আবু বক্করের সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে সোমবার দুপুরে নগরের পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকা হয়ে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দীন। এ সময় তাকে দেখতে পান চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ এবং বিএনপির কয়েকজন নেতাকর্মী। তাকে দেখা মাত্র চড়াও হন তারা।
একপর্যায়ে নেজামের কলার ধরে টেনেহিঁচড়ে পরনের কাপড় ছিঁড়ে ফেলে বিক্ষুব্ধরা। তাকে মারধরও করা হয়। শহিদুল ইসলাম শহীদ নিজেই ঘটনাটি ফেসবুকে লাইভ করেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘এই সেই ওসি নেজাম। ১৫ বছর ধরে অনেক জ্বালাইসে’। পরে ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। সবশেষ মঙ্গলবার শহিদুল ইসলামকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :