শিরোনাম
◈ তিন দশক ভারতে বসবাসের পরও স্বামী-সন্তান ছেড়ে দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানি নাগরিক সারদাকে ◈ আসছে নতুন ভাইরাস- মানুষ দ্রুত বু‌ড়ো হ‌য়ে যা‌বে,  চরম সতর্কবার্তা দিলেন বুল‌গে‌রিয়ান বাবা ভাঙ্গা ◈ পাকিস্তান ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ সব চুক্তি, এগুলো স্থগিত হওয়ার অর্থ কী? ◈ পাকিস্তানের ভয়ে ভারতীয় জেনারেলদের মিটিং ত্যাগের ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল ◈ আজ থেকে শুরু হজ ফ্লাইট, সৌদি যাচ্ছেন ৮৭ হাজারের বেশি বাংলাদেশি মুসল্লি ◈ পোপের শেষকৃত্য শেষে ঢাকায় ফিরলেন ড. ইউনূস ◈ ইরানে ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে ইসরায়েল, বলেছেন তেহরানের এমপি ◈ চীন অলিম্পিক ক্রিকেটে সোনা জিততে পারে! অ‌স্ট্রেলিয়ান স্টিভ ওয়াহর ভবিষ্যদ্বাণী ◈ রেফা‌রির গা‌য়ে বরফ ছু‌ড়ে মারায় ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রিয়াল মা‌দ্রিদের রুডিগার ◈ উপাচার্যসহ অনেকের পদত্যাগ: ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যালয়ের নিজস্ব জ‌মি না থাকায় ভবন নির্মা‌নের প্রস্তাবনা বা‌তিল

ম‌শিউর রহমান, না‌জিরপুর ( পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৬৫ নং নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় শিক্ষার্থীদের জন্য একটি ভবন বরাদ্ধ দেওয়া হলেও তা নির্মাণ করতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিদ্যালয়টি ১৯৬৮ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে উপজেলা পরিষদের মধ্যে একটি ভবনে  শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।  স্কু‌লে বর্তমানে ৩৪২ জন শিক্ষার্থী র‌য়ে‌ছে।  নিজস্ব ভূমি না থাকায় বিদ্যালয়টি সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে চার কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবনের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও নিজস্ব ভূমি  না থাকায় নতুন ভবন নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন অবস্থায় উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সুপারিশ সহযোগে  অকৃষি খাস জমি  বিদ্যালয়টির বরাদ্ধ প্রাপ্তির লক্ষ্যে গত ৭ সে‌প্টেম্বর ২০২৩ খ্রিঃ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা প্রশাসক পিরোজপুর বরাবর আবেদন দাখিল করেন। ফলে জেলা প্রশাসক অকৃষি খাস জমি বিদ্যালয়ের নামে বরাদ্দ প্রদানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনের জন্য প্রয়োজনীয়তা উল্লেখ করেন। 

কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিদ্যালয়‌টির না‌মে খাস জ‌মি বরাদ্দপ্রাপ্ত না হওয়ায়  গত ২ ডি‌সেম্বর ২০২৪ ইং খ্রিস্টাব্দে উপজেলা প্রকৌশলীর কার্যালয় নাজিরপুর পিরোজপুর এর ৪৬,০২,৭৯৭৬,০০০,১৪০০১,২৪-৬৬৩ স্মরকমূ‌লে উপ‌জেলা প্রকৌশলী (এল‌জিইডি) বি এম মাহামুদুল হাসান স্বাক্ষ‌রিত এক প‌রিপ‌ত্রের মাধ‌্যমে  চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায়  নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ বাতিলের প্রস্তাব প্রেরন ক‌রেন।

এ বিষ‌য়ে উপ‌জেলা প্রকৌশলী (এল‌জিইডি) বি এম মাহামুদুল হাসান ব‌লেন, ভূ‌মি জ‌টিলতার কার‌নে ভব‌নের প্রস্তাবনা বাতি‌লের জন্য চি‌ঠি পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক সুব্রত সমদ্দার বলেন, নতুন ভবনের বরাদ্দ হলেও নিজস্ব ভূমি এবং প্রশাসনিক আদেশ না পাওয়ায় ভবন ফেরত যাচ্ছে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। অকৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য এবং প্রশাসনিক অনুমোদনের জন্য আবেদন করেছি যা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছে। আবেদনের কোন সুরাহা হচ্ছে না।

উপজেলা সহকা‌রি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার বলেন, ভবন নির্মাণের প্রস্তাবনাটি এখনো বাতিল হয়নি,আমরা জমির জন্য অধিদপ্তরে কাগজ পাঠিয়েছি।গত ৫ ই আগস্ট সরকার প‌রিবর্ত‌নের কারণে আমাদের সেই অনুমোদন এখনো হইয়া আসে নাই। এ বিষ‌য়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ ব‌লেন জায়গা বরাদ্দ হওয়ার আগেই ভবনের প্রস্তাব হ‌য়ে‌ছে, তা‌দের নিজস্ব ভূ‌মি না থাকায় এ জ‌টিলতা হ‌য়ে‌ছে, স্কু‌লের না‌মে জ‌মি বরা‌দ্দের চেষ্টা প্রক্রীয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়