দীর্ঘ এক যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার সাবেক সংসদ সদস্য।
আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে তিনি দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করছিলেন। সম্প্রতি গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পান তিনি। এতে ওই বিএনপি নেতার দেশে আসার পথ সুগম হয়।
শনিবার বেলা ১১টায় সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। ঢাকায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কায়কোবাদের আগমন ঘিরে মুরাদনগরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। ওই নেতাকে স্বাগত জানাতে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ ইতোমধ্যে ঢাকায় অবস্থান নিয়েছেন।
মুরাদনগর উপজেলা বিএনপি সূত্র জানায়, কায়কোবাদকে স্বাগতম জানাতে মুরাদনগর উপজেলা থেকে ৪শ বাস ও ২ সহস্রাধিক মাইক্রোবাসের মাধ্যমে লোকজন ঢাকায় আসছেন।
মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন জানান, তের বছর ধরে দেশের বাইরে থাকা মুরাদনগরের এই নেতা তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন। তার প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এই নেতাকে বরন করতে হাজার হাজার মানুষ এরই মাঝে বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়েছেন। আমরা নেতাকর্মী এবং যানবাহনের শৃঙ্খলা রক্ষায় নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি।
আপনার মতামত লিখুন :