শিরোনাম
◈ প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে: তাজুল ইসলাম (ভিডিও) ◈ পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে : সারজিস ◈ সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানের ১৯ সেনা নিহত ◈ আগামী ৩০ বছরে মানুষের বিলুপ্তি ঘটাতে পারে এআই : এআই গডফাদার হিন্টন ◈ দুপক্ষের সংঘর্ষ:  ইউপি সদস্য ও তার ছেলেসহ তিনজন নিহত, এলাকা পুরুষশূন্য! ◈ দলের চাঁদাবাজির জন্য একটি দল যদিও বহিষ্কার করেছে, তবে তা যথেষ্ট নয়: উপদেষ্টা সাখাওয়াত (ভিডিও) ◈ কোন পুলিশ সদস্য অপরাধে জড়িত হয় তাদেরকেও ছাড় দেওয়া হবে না: ডিএমপি  ◈ কেউ পদ–পদবি দখলে কেউ নিজস্ব লোক পুনর্বাসনে ব্যস্ত, খুনিদের বিচারে গুরুত্ব নেই: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ সচিবালয়ে আগুনের ঘটনায় কারা জড়িত? নানা মন্তব্য ◈ দুই ট্রাক নথিপত্র গায়েব হচ্ছে ভেবে আটক করলো স্থানীয় জনতা

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৯:৩১ রাত
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জ সীমান্তে ইউপি সদস্যসহ ৫ কয়লা চোরাকারারির নামে মামলা

হাবিব সারোয়ার আজাদ, সিলেট : ইউপি সদস্যসহ পাঁচ কয়লা চোরাকারারির নামে সুনামগঞ্জের তাহিরপুর থানায় মামলা দায়ের করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিব)। এ মালার আসামিরা হল, উপজেলার উওর বড়দল ইউনিয়নের সীমান্ত গ্রাম রজনী লাইনের রেনু মিয়ার ছেলে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পেশাদার কয়লা চোরাকারবারি জামাল , একই গ্রামের মৃত সোবাহানের ছেলে মতি মিয়া, তার ছেলে মোরশেদ আলম, খোরশেদ আলম, উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম পুটিয়ার জলিল মিয়া ছেলে ( মতি মিয়ার মেয়ের জামাতা) শফিকুল ইসলাম।

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র তাহিরপুরের  টেকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারের বিজিবি হাবিলদার যতীন্দ্র মোহন সিংহ বাদী হয়ে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় জ¦ালানী কয়লা এনে বিভিন্ন সময় বিক্রয় করা ও   সরকারি কাজে বাধা দেয়া, বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ এনে ওই পাঁচ কয়লা চোরাকারবারিকে পলাতক আসামি দেখিয়ে সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করেন বৃহস্পতিবার।

মামলার এজাহারে পলাতক আসামিদের হেফাজত থেকে ০১টি রেজিষ্ট্রেশান বিহিন ভারতীয় চোরাই মোটরসাইকেল ও শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৫০ কেজি জ¦ালানী কয়লা জব্দ দেখানো হয়েছে।  জব্দমুল্য প্রায় ১ লাখ ৩ হাজার টাকা।

শুক্রবার বিজিবি, মামলার এজাহার ও স্থানীয় সীমান্ত গ্রামের মানুষজন সুত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরেই তাহিরপুরের চাঁনপুর-টেকেরঘাট বিজিবির বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের ওপার ভারত থেকে একাধিক সংঘবদ্ধ চক্র শুল্ক ফাঁকি দিয়ে ভারতে থেকে চোরাচালানের কয়লার বস্তা এপারে নিয়ে আসার পর মোটরসাইকেল, ব্যাটারী চালিত অটো রিক্সা, পিকআপ, লরিতে পরিবহন করে নিরাপদে বিক্রির জন্য পার্শবর্তী বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশনের কিছু অসাধু কয়লা আমদানিকারকের ডিপোতে মজুদ করে রাখে।
পরবর্তীতে এলসিকৃত কয়লার সাথে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কয়লা গুলো মিনিপাস, সমিতির টোকেন, বিল অফ এন্ট্রির ফটোকপি দিয়ে নির্ব্রিগ্নে আমদানিকৃত কয়লা হিসাবে দেশের বিভিণœ স্থানে নিরাপদে বিক্রয় করে আসছে।
  
বিজিবির টহলদল সীমান্ত সংলগ্ন এলাকায় ওইসব চোরাচালানের কয়লা, পরিবহনে থাকা মোটরসাইকেল, ব্যাটারী চালিত অটো রিক্সা, পিকআপ, লরি জব্দ করতে গিয়ে বিভিন্ন সময় সংঘবদ্ধ চোরাকারবারিদের দ্বারা, হুমকি, হামলা ও সরকারিকাজে বাঁধার সম্মুখীন হন। এরই ধারাবাহিকতায় বুধবার টেকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারের বিজিবি নিয়ন্ত্রিত সীমান্ত এলাকার সড়কপথ ব্যবহার করে মোটরসাইকেল যোগে চোরাচালানের কয়লার বস্তা বড়ছড়া শুল্ক ষ্টেশনে নিয়ে আসার পথে বিজিবি টহল দল জব্দ করে।

এরপর অভিযুক্ত চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে জব্দকৃত কয়লা, চোরাই মোটরসাইকেল জোর পূর্বক বিজিবির হেফাজত থেকে ছিনিয়ে নিতে হুমকি সহ সরকারি কাজে বাঁধা প্রদান করে।
সীমান্তের চোরাকারবারিদের লাইনম্যান: অভিযোগ রয়েছে সীমান্তের চোরাকারবাদির সাথে যোগসাজস তৈরী করে ব্যাটালিয়নের চাঁনপুর-টেকেরঘাট বিওপির নিয়ন্ত্রিত এলাকায় গত কয়েকবছর ধরে উপজেলার উওর বড়দল ইউািনয়নের রজনীলাইন গ্রামের সাবেক ইউপি সদস্য নাসিরের ছেলে সীমান্তের পেশাদার চোরাকারবারি হারুন ওরফে ট্যাবলেট হারুন, চাঁনপুরের আব্দুর রহমানের ছেলে জহুর, উওর শ্রীপুরের বড়ছড়ার মৃত ফরিদ মিয়ার ছেলে আক্কল আলী ওরফে সোর্স আক্কইল্যা, পার্শ্ববর্তী বুরুঙ্গাছড়ার একরাম উল্লাহর ছেলে মাহমুদ আলীসহ বেশ কয়েকজন সংঞবদ্ধ হয়ে কয়লা সহ সব ধরণের সীমান্ত চোরালানের ভারতীয় পন্য সামগ্রী, কসমেটিকস, মসলা, ফলমুল, ,গবাদিপশু, বিদেশি মদ, ইয়াবা, গাঁজা, কয়লা বস্তার বিজিবির নজর ফাঁ*কি দিয়ে নিরাপদে সীমান্ত থেকে সড়িয়ে নিতে থানা পুলিশ, পুলিশ তদন্ত কেন্দ্র, বিজিবিসহ বিভিন্ন আইনশৃস্খলা বাহিনীর নাম ভাঙ্গিয়ে তাদেরকে ম্যানেজ করার কথা বলে নিয়মিত সীমান্ত চোরাচালানে সহযোগিতা ও চাঁদাবাজি করে আসছে।

শুক্রবার সন্ধায় জানতে চাইলে সীমান্ত চোরাকারবারিদেও স্বঘোষিত লাইনম্যান উপজেলার সীমান্ত গ্রাম রজনীলাইন গ্রামের হারুন তার বিরুদ্ধে আসা সকল অভিযোগ মিথ্যা দাবি করেন। একই দিন সন্ধায় আক্কল আলী, মাহমুদ আলী, জহুর মিয়ার মোবাইল ফোনে অভিযোগ সম্পের্কে জানতে চাইলে তারা সাংবাদিক পরিচয় পেয়ে দ্রুত মুফোটোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।   শুক্রবার সন্ধায় তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেন চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবি কতৃক মামলা দায়েরের সত্যতা নিশ্চিক করেন বলেন আসামিরা পলাতক রয়েছে।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়