ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে সড়ক পার হতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় কামাল হোসেন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার ডাওরীবাজার এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার সরদার বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। সন্ধ্যার দিকে ডাওরি বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন কামাল হোসেন। এ সময় ভোলা থেকে লালমোহনগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন কামাল হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। আহত কামালের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :