মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে চাঁদা না দেওয়ায় মোঃ মতিয়ার রহমান(৪০)সহ তিন জনকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছন নয়ন নামের একযুবক। আজ রোববার (২২ডিসেম্বর) বেলা ৩টার দিকে ধামরাই পৌরসভার ঢুলিভিটা মসজিদ মার্কেটে ভাই ভাই এন্টারপ্রাইজ নামে দোকানের ভিতরে এই ঘটনাটি ঘটে।
আহত মতিয়ার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের শোলাকুড়িয়া গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে। এই সময় দোকানের ম্যানেজার খালেকসহ আহত হয়েছে তিনজন।অভিযুক্ত নয়ন ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া এলাকার মুনসের আলী(মোগর) ছেলে।
স্থানীয় লোকজন ও ভুক্তভোগী মতিয়ার এর ম্যানেজার আব্দুল খালেক বলেন, নয়ন ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দোকানে এসে মালিক মতিয়ারকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন। এই সময় আমি ও দোকানের কর্মচারী ফিরাতে গেলে তারা আমাদেরকে মেরে আহত করেন। পরে আমাদের ডাক চিৎকারে মার্কেটের লোকজন দৌড়িয়ে এসে আমাদের উদ্ধার করে ধামরাই হাসপাতালে নিয়ে যায়।
এই বিষয়ে আহত মতিয়ারের স্ত্রী আখি আক্তার বলেন, আমার স্বামী মতিয়ার রহমান ধামরাই পৌরসভার ঢুলিভিটা মসজিদ মার্কেটে ভাই ভাই এন্টারপ্রাইজ দোকানের মালিক। আজ সকালে দোকানে যায়। দুপুরের খাওয়া দাওয়া শেষে দোকানে বসলে নয়ন গিয়ে আমার স্বামীর কাছে চাঁদা দাবি করে। আমার স্বামী মতিয়ার টাকা দিতে রাজি না হলে নয়ন ও তার সাথে থাকা ৭থেকে ৮জন আমার স্বামীকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন। এরপর আমাদের দোকানের ম্যানেজারসহ দুইজন থামাতে গেলে গেলে তাদেরকে পিটিয়ে আহত করেন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত ডাক্তার আমার স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এই বিষয়ে হাসপাতালের ডাক্তার মোঃ মোখলেছুর রহমান বলেন,মতিয়ার রহমানের ডানহাতের দুইটি আঙ্গুল ভেঙে গেছে এবং মাথায় আঘাতের কারণে ফ্যাকচার হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এই বিষয়ে নয়নের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এই বিষয়ে ধামরাই থানার ডিউটি আফিসার সমীর কুমার দাস বলেন, এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পায়নি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :