শিরোনাম
◈ তামিম ইকবালের হার না মানা ৮৬ রানের কল্যাণে ফরচুন বরিশালের সহজ জয় ◈ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান  ◈ ১৪ অগ্রাধিকারমূলক যে কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ ◈ জয় বাংলা বলা যদি অপরাধ হয়, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন: আ স ম আবদুর রব ◈ বিডিআর হত্যাকাণ্ড: ভারতের অনুমতি পেলে হাসিনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে কমিশন ◈ অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো ◈ উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’ এ ভর্তি হবেন খালেদা জিয়া ◈ ঢাকার ট্র্যাফিক ব্যবস্থার উন্নয়নে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত ◈ ‘একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’, আজহারীর বক্তব্যের জবাব দিলেন ইশরাক ◈ সৌদি আরবে ব্যাপক ঝড় বৃষ্টি, আকস্মিক বন্যা, রেড অ্যালার্ট জারি (ভিডিও)

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪৪ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর

জাকারিয়া জাহিদ,কলাপাড়া পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের একটি গরু চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে এক চোর আটক হয়েছে। রবিবার ( ২২ ডিসেম্বর)  নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাদল হাওলাদারের গোয়াল ঘর থেকে রাতের আঁধারে গরু চুরি করে আমতলী বাজারে বিক্রয়ের জন্য সকালে রং মেখে রাস্তায় হাটছিল।স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ধাওয়া করে আটক করে কলাপাড়া থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশ চোরকে কলাপাড়া থানায় নিয়ে যায়।  গরু চোর আলাউদ্দিন মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামের আঃ হাই হাওলাদারের ছেলে।

চোর আলাউদ্দিন হাওলাদার বলেন শনিবার সকাল থেকে দৌলতপুর এলায় আমি অবস্থান করি রাতে গরু চুরি করে আমতলী বাজারে নিয়ে যাচ্ছি পথে মধ্যে আমাকে স্থানীয়রা ধরে ফেলে। সাধারণ মানুষ বলেন নীলগঞ্জ ইউনিয়নে প্রায় সময়, চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপকর্মের ঘটনা ঘটে আমরা সাধারণ মানুষ এই আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ি। এই চোর,ডাকাত ও ছিনতাই কারিদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।

কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, নীলগঞ্জ ইউনিয়নে আমি একটি মিটিং করেছি সেখানে বলেছি কোথাও চুরি,ডাকাতির ঘটনা ঘটলে স্থায়ী জনতা আটক করে থানা পুলিশকে অবগত করবেন। তারই ধারাবাহিকতায় গরু চোর আটক করে থানা পুলিশ কে অবগত করা হয়েছে চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়