শিরোনাম
◈ শাপলা চত্ত্বরে গণহত্যা: হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ দৈনিক যায়যায়দিন পত্রিকার 'ডিক্লারেশন' বাতিল করল সরকার ◈ খাদ্য সহায়তা হ্রাস রোহিঙ্গাদের ওপর ‘সামাজিক ও মানসিক’ চাপ তৈরি করবে ◈ বেক্সিমকোর রিসিভার নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায়, এখন থেকে চলবে নিজস্ব ব্যবস্থাপনায় ◈ বিশ্ববিদ্যালয় উপাধ্যক্ষকে রাগ ও ক্ষোভে বটি দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২! ◈ বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিকের জন্য কানাডার ২৭২ মিলিয়ন ডলারের সহায়তা ◈ বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মনজুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্টের রায় ◈ কানাডার উপর দ্বিগুণ শুল্কের হুমকি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র ◈ পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের নেপথ্যে বালুচ লিবারেশন আর্মি! এরা কারা? কেন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে?

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪, ১২:১৭ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মুন্সিগঞ্জে ৫ গুলিবিদ্ধসহ আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে বিএনপি সমর্থক দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। 

শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আওলাদ মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জরিনা বেগম (৪০), দিদার মিয়া (৩৫) ও আমেনা বেগমকে (২২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর গুলিবিদ্ধ অপু খাঁ (১৬) ও ইব্রাহিম খাঁ (১৪) অন্যত্র গোপনে চিকিৎসা নিচ্ছে।

গ্রামবাসীরা জানান, সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও একই ইউনিয়নের শামারচর গ্রামের বিএনপি কর্মী আওলাদ মোল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। শনিবার ভোর ৬ টার দিকে চরডুমুরিয়া গ্রামে হামলা করে আওলাদ মোল্লার লোকজন। এরপর রহিম মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

সদর থানার পরিদর্শক ওসি (তদন্ত) সজিব দে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়