শিরোনাম
◈ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮ ◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ ◈ দুই দিন ধরে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান ◈ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: আছে দৈনিক ২০০ টাকা ভাতা, যেভাবে আবেদন করবেন ◈ একদিনেই সড়কে ঝরলো ১৮ প্রাণ ◈ আমাদের পাকঘরে উঁকি মারার চেষ্টা করবেন না: ভারতের উদ্দেশ্যে জামায়াতের আমীর ◈ মেছো বিড়াল হত্যার ঘটনায় সামাজিকমাধ্যমে তোলপাড়, গ্রেপ্তার ১ ◈ হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:৪১ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদের টাকা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জ সদর উপজেলায় একটি মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ শতাধিক লোকজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টঙ্গিরঘাট গ্রামের জামে মসজিদের ১৪ লাখ টাকা নিয়ে মতবিরোধ দেখা দেয় একই গ্রামের মুরুব্বি মো. তাইবুল্লাহ ও আলহাজ মিয়ার মধ্যে। মসজিদের বর্তমানে কোনো কমিটি না থাকায় ওই টাকা আলহাজ মিয়া মসজিদের অন্য কোনো কাজে লাগাতে চায়। আর তাউবুল্লাহসহ গ্রামবাসী টাকা ব্যাংকে একাউন্ট করে সেখানে রাখতে সম্মত হয়।

এ নিয়ে শুক্রবার রাতে এক বৈঠক হয় টঙ্গিরঘাট গ্রামে। সেখানে আলহাজ মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে তাইবুল্লাসহ গ্রমাবাসীর। এরই জেরে শনিবার উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির বলেন, মসজিদের টাকা নিয়ে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উৎস: দেশরুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়