শিরোনাম
◈ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮ ◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ ◈ দুই দিন ধরে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান ◈ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: আছে দৈনিক ২০০ টাকা ভাতা, যেভাবে আবেদন করবেন ◈ একদিনেই সড়কে ঝরলো ১৮ প্রাণ ◈ আমাদের পাকঘরে উঁকি মারার চেষ্টা করবেন না: ভারতের উদ্দেশ্যে জামায়াতের আমীর ◈ মেছো বিড়াল হত্যার ঘটনায় সামাজিকমাধ্যমে তোলপাড়, গ্রেপ্তার ১ ◈ হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ১০:০৫ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলীয় স্বার্থে এমন কোনো অন্যায় নেই যা করেনি পুলিশ, আমরা লজ্জিত: আইজিপি

ডেস্ক রিপোর্ট : পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, বিগত সময়ে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। গত ১৫ বছরে পুলিশ দলীয় স্বার্থে এমন কোনো অন্যায় নেই যা করেনি। এ জন্য তারা লজ্জিত। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন হেডকোয়ার্টার্সের কনফারেন্স হল রুমে সিলেট বিভাগে সব ইউনিটের কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

৫ আগস্টের পর দেশব্যাপী বিভিন্ন মামলায় নিরীহদের আসামি করা ও হয়রানির বিষয়ে আইজিপি বলেন, ‘অসাধু ব্যক্তিরা এই সুবিধা নিয়েছে। নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেপ্তার করা হবে না। হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে। ছাত্র-জনতার আন্দোলনের পর লুট হওয়া ছয় হাজার অস্ত্রের মধ্য এখনো দেড় হাজার অস্ত্র উদ্ধার হয়নি বলে জানান আইজিপি।

রাজনীতিবিদদের দেশের কাণ্ডারি হিসেবে উল্লেখ করে আইজপি বলেন, ‘আল্টিমেটলি তারাই দেশটা চালাবেন। রাজনৈতিক কুপ্রভাবটা যেন না আসে। সুপ্রভাবটা যেন আসে। কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি। গত ১৫ বছরে দলীয় স্বার্থে পুলিশ এমন কোনো অন্যায় নাই যা করে নাই।’ এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন আইজিপি বাহারুল আলম।

মতবিনিময় সভায় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিমসহ পুলিশের সব দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্র : ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়