শিরোনাম
◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে (ভিডিও) ◈ ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের ◈ ট্রাম্পের সিদ্ধান্তে জলবায়ু ঝুঁকি বাড়বে বাংলাদেশেও! ◈ সাবেক মন্ত্রী-এমপিদের জন্য আনা ৩০টি গাড়ি ফের নিলামে, ক্রেতা নেই ◈ বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া বাংলাদেশে ৩০,০০০ টন এমওপি সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ◈ একটি বিশেষ দলকে নিয়ে কেউ নিউজ করে না : মির্জা আব্বাস 

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ১০:০৫ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলীয় স্বার্থে এমন কোনো অন্যায় নেই যা করেনি পুলিশ, আমরা লজ্জিত: আইজিপি

ডেস্ক রিপোর্ট : পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, বিগত সময়ে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। গত ১৫ বছরে পুলিশ দলীয় স্বার্থে এমন কোনো অন্যায় নেই যা করেনি। এ জন্য তারা লজ্জিত। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন হেডকোয়ার্টার্সের কনফারেন্স হল রুমে সিলেট বিভাগে সব ইউনিটের কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

৫ আগস্টের পর দেশব্যাপী বিভিন্ন মামলায় নিরীহদের আসামি করা ও হয়রানির বিষয়ে আইজিপি বলেন, ‘অসাধু ব্যক্তিরা এই সুবিধা নিয়েছে। নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেপ্তার করা হবে না। হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে। ছাত্র-জনতার আন্দোলনের পর লুট হওয়া ছয় হাজার অস্ত্রের মধ্য এখনো দেড় হাজার অস্ত্র উদ্ধার হয়নি বলে জানান আইজিপি।

রাজনীতিবিদদের দেশের কাণ্ডারি হিসেবে উল্লেখ করে আইজপি বলেন, ‘আল্টিমেটলি তারাই দেশটা চালাবেন। রাজনৈতিক কুপ্রভাবটা যেন না আসে। সুপ্রভাবটা যেন আসে। কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি। গত ১৫ বছরে দলীয় স্বার্থে পুলিশ এমন কোনো অন্যায় নাই যা করে নাই।’ এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন আইজিপি বাহারুল আলম।

মতবিনিময় সভায় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিমসহ পুলিশের সব দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্র : ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়