শিরোনাম
◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ◈ উপসচিব পুলে কোটা: প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৯:৫৬ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হামলার শিকার

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তানজিদুর জামান দিহান হামলার শিকার হয়েছেন

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তানজিদুর জামান দিহান হামলার শিকার হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার পাকশী ইউনিয়ন বাঘইল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত দিহান বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

দিহান পাবনা এডওয়ার্ড কলেজের অর্থ ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং উপজেলা সদরের বাবুপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, দিহান তার দুই সঙ্গী শাওন ও সাইদকে নিয়ে মোটরসাইকেলে পাকশীর আমতলা মাঠের একটি কর্মসূচিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘইল সাঁকোর কাছে পেছন থেকে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাদের ওপর আক্রমণ চালায়। দুর্বৃত্তরা চলন্ত মোটরসাইকেল থেকে দিহানকে টেনে ফেলে দেয়, যার ফলে তিনি ডান পায়ে মারাত্মক আঘাত পান। ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন দিহান বলেন, আমরা একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে মোটরসাইকেলে আসা তিনজন আমাকে টেনে ফেলে দেয়। এতে আমি মারাত্মক আহত হই। এটি আমাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে। ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, 'হামলার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাসনিম মাহবুব প্রাপ্তি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়