শিরোনাম
◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে (ভিডিও) ◈ ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের ◈ ট্রাম্পের সিদ্ধান্তে জলবায়ু ঝুঁকি বাড়বে বাংলাদেশেও! ◈ সাবেক মন্ত্রী-এমপিদের জন্য আনা ৩০টি গাড়ি ফের নিলামে, ক্রেতা নেই ◈ বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া বাংলাদেশে ৩০,০০০ টন এমওপি সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ◈ একটি বিশেষ দলকে নিয়ে কেউ নিউজ করে না : মির্জা আব্বাস 

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৯:৫৬ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হামলার শিকার

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তানজিদুর জামান দিহান হামলার শিকার হয়েছেন

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তানজিদুর জামান দিহান হামলার শিকার হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার পাকশী ইউনিয়ন বাঘইল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত দিহান বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

দিহান পাবনা এডওয়ার্ড কলেজের অর্থ ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং উপজেলা সদরের বাবুপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, দিহান তার দুই সঙ্গী শাওন ও সাইদকে নিয়ে মোটরসাইকেলে পাকশীর আমতলা মাঠের একটি কর্মসূচিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘইল সাঁকোর কাছে পেছন থেকে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাদের ওপর আক্রমণ চালায়। দুর্বৃত্তরা চলন্ত মোটরসাইকেল থেকে দিহানকে টেনে ফেলে দেয়, যার ফলে তিনি ডান পায়ে মারাত্মক আঘাত পান। ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন দিহান বলেন, আমরা একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে মোটরসাইকেলে আসা তিনজন আমাকে টেনে ফেলে দেয়। এতে আমি মারাত্মক আহত হই। এটি আমাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে। ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, 'হামলার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাসনিম মাহবুব প্রাপ্তি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়