শিরোনাম
◈ ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলো বাংলাদেশের ক্রিকেটাররা ◈ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের পর টিউলিপকে সমর্থন করছেন স্টারমার ◈ সারজিস আলম বললেন এই আন্দোলন শতভাগ যৌক্তিক, চিকিৎসকদের সঙ্গে আমরাই রাজপথে নামব (ভিডিও) ◈ পুলিশ নাগরিকদের সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ : ডিএমপি  ◈ কারা নির্বাচনে অংশগ্রহণ করবে বা যোগ্য, তা নির্ধারণ করা নির্বাচন কমিশনের দায়িত্ব: বদিউল আলম মজুমদার ◈ বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৯:৪০ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ট্রাক-নছিমন সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া : কুষ্টিয়ায় মালবাহী ট্রাকের সঙ্গে স্যালো ইঞ্জিন চালিত নছিমনের সংঘর্ষে মনিরুল ইসলাম (৬০) নামে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন এগারোমাইল ঈদগাহ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভগবান নগর গ্রামের মৃত কাউছার আলীর ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নছিমনে গরু নিয়ে আলামপুর পশুহাটে আসছিলেন গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম। এ সময় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ইবি থানার এগারোমাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে গরুবোঝাই নছিমন সড়কের পাশে উল্টে পড়ে। এতে গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, গরু নিয়ে আলামপুর পশুহাটে আসার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে রাস্তায় পড়ে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়