শিরোনাম

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৩ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু ও এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লিয়াকত হোসেন জনী, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় বাবা-ছেলের নিহতের খবর পাওয়া গেছে। শনিবার ২১ ডিসেম্বর মধুপুর- আশ্রা বাজার আঞ্চলিক সড়কের আশ্রাবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান বড়ো আশ্রা গ্রামের কাঠ ব্যবসায়ী  মজিবুর রহমান (৫৮) এবং তার বড় ছেলে জাহিদ হাসান (২৭) আশ্রা বাজার থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ  এ দূর্ঘটনার শিকার হোন এবং  ঘটনাস্থলেই  মারা যান তারা।

প্রত্যক্ষদর্শী  রুবেল মিয়া জানান, বাবা ও ছেলে দু'জনে এক সাথে  আশ্রা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আশ্রা বাজারের পশ্চিম পাশে পৌঁছলে একটি অটোরিক্সাকে সাইড দিতে গেলে  বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত‍্যু হয় ।

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, দূর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়েছি, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। 

অপরদিকে  টাঙ্গাইলের মধুপুরে স্বামীর নিজ বাড়ী থেকে এক নব গৃহবধূর  ঝুলন্ত লাশ উদ্ধার করেছে  থানা পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) সকার ৭ টায় মধুপুর পৌর শহরের গোবিনাথপুর এলাকায়  স্বামীর নিজ বাড়ী থেকে মোমিনা আক্তার (১৮) এক নববধূর ঝুলন্ত মরদেহ  উদ্ধার করা হয়েছে। নিহত মোমেনা টাঙ্গাইল সদরের সাংবীর বসিয়া এলাকার আবু বক্করের মেয়ে এবং স্বামী আলম মিয়া অটো চালক, আব্দুল মোতালেব হোসেন'র ছেলে।

জানা যায়, আজ আনুমানিক সকাল ৬ টায় স্বামীর নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরবর্তীতে তারা বিষয়টি মধুপুর থানা পুলিশ কে অবগত করে। খবর পেয়ে  পুলিশ লাশ উদ্ধার করে মধুপুর থানা নিয়ে আসে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। মধুপুর থানা পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়