শিরোনাম
◈ জাহাজ থেকে ১৯ নাবিক বিদেশে পলায়ন, গ্রেপ্তারি পরোয়ানা ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারালো অ্যাথলেটিকো মাদ্রিদ ◈ ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হেরে গেলো বাংলাদেশ ◈ রাহাত ফতেহ আলী খান ৩ কোটি ৪০ লাখ টাকা  বিপিএল মিউজিক ফেস্টে গান গাইবেন ◈ চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় দিনে ভারতের মুখোমুখি বাংলাদেশ! ◈ একবার চার্জে ৬৩৫ কিলোমিটার পর্যন্ত চলবে, সৌদি আরবে প্রথম হাইড্রোজেনচালিত বাস চালু ◈ আইজকে থিক্যা সব হিসাব কিতাব তুই দিবি, যদি না দ্যাস, তোরে কিন্তু একদম : চাপাতি হাতে সন্ত্রাসী ◈ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮ ◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩০ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক সরদাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নাজমুল হক মুন্না,  উজিরপুর : বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সরদার বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। 
 
তিনি ২০ডিসেম্বর রাত, ৮ঃ৩০ মিনিটের সময় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক পুত্র সন্তান ও নাতি -নাতনিসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
 
২১ ডিসেম্বর সকাল ১০ঃ৩০ মিনিটে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনাত জাহান খান এর উপস্থিতিতে পুলিশ পরিদর্শক (তদন্ত)আই এম তৌহিদুল করিম, এস আই আলমগীর হোসেনের নেতৃত্বে গার্ড অফ অনার  প্রদান করা হয়। এ সময়  উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আউয়াল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধ আয়নাল হোসেন,সরকারি বিএম কলেজের বাকসুর সাবেক নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান, শিকারপুর ইউনিয় বিএনপি'র সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক, মোহাম্মদ ফারুক মোল্লা, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না প্রমূখ।
 
 জানাজা শেষে এ বীর মুক্তিযোদ্ধাকে  পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান শরিফ।  উল্লেখ্য তিনি সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়