শিরোনাম
◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ◈ এবার শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ উপসচিব পুলে কোটা: প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান ◈ জাহাজ থেকে ১৯ নাবিক বিদেশে পলায়ন, গ্রেপ্তারি পরোয়ানা ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারালো অ্যাথলেটিকো মাদ্রিদ ◈ ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হেরে গেলো বাংলাদেশ ◈ রাহাত ফতেহ আলী খান ৩ কোটি ৪০ লাখ টাকা  বিপিএল মিউজিক ফেস্টে গান গাইবেন ◈ চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় দিনে ভারতের মুখোমুখি বাংলাদেশ! ◈ একবার চার্জে ৬৩৫ কিলোমিটার পর্যন্ত চলবে, সৌদি আরবে প্রথম হাইড্রোজেনচালিত বাস চালু

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৮:২৭ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় মাদ্রাসার জমি উদ্ধারে সংবাদ সম্মেলন

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার নামে থাকা জমি উদ্ধারে সংবাদ সম্মেলন করেছে পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটি। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে পূর্বধলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুর রাসিদ লিখত বক্তব্যে বলেন, ১৯৮০ সালে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডাক্তার মোহাম্মদ আলী নাম অনুসারে স্টেশন সংলগ্ন রেলওয়ের জায়গায় মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠিত হয়। খুব সুন্দর মতোই চলছিল মাদ্রাসার কার্যক্রম। পরবর্তীতে হঠাৎ করে ১৯৯৬ সালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আংশিক কার্যক্রম পরিচালিত হয়।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য রেলওয়ে স্টেশন বাজারের পূর্ব দিকে নির্দিষ্ট জায়গা থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক ভাবে দীর্ঘদিন ধরে মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার দখল করে রেখেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. শাহজাহান। এছাড়াও মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার জায়গায় পাঁচটি দোকান ঘরের ভাড়া ও জামানত সহ প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাধের অভিযোগ করা হয় শাহজাহানের বিরুদ্ধে। খুব দ্রুত সময়ের মধ্যে মোহাম্মদীয়া মাদ্রাসার জায়গা ছেড়ে প্রকৃত জায়গায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের দাবি করা হয় সংবাদ স্মমেলনের মাধ্যমে। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটির সহ সভাপতি জিলু ফকির, আব্দুল কুদ্দুস, সদস্য আল- আমিন, আবদুল মান্নান, আহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়