শিরোনাম
◈ সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি ◈ নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ভারত ও বাংলাদেশ মুখোমুখি ◈ ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ ◈ আইসিসির কাছে বিশপের সুপারিশ, শামীম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়া হোক  ◈ ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের আলোচনা হয়নি, জানালো জাতীয় নাগরিক কমিটি ◈ সাড়ে চার মাসে সাবেক সচিব, অতিরিক্ত সচিব, উপসচিবসহ ১২ জন গ্রেপ্তার ◈ হাসিনার ফেরিওয়ালা যখন প্রিয়াঙ্কা ◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৪:১০ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিপুরে উৎসবমুখর পরিবেশে মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোটগ্রহণ চলছে 

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা পটুয়াখালী।। পটুয়াখালীর মহিপুরে উৎসবমুখর পরিবেশে মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।  শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টায় মৎস্য মালিক সমিতির অফিসে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এর আগে ভোটের সকল প্রকার প্রস্তুতি চূড়ান্ত করেছে মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশন।

জানা গেছে, নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ৯ সদস্যের ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন। মোট ভোটার সংখ্যা ৬০৭। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কার্যনির্বাহী সদস্য পদে ২ জন প্রার্থী রয়েছেন।

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মৎস্য মালিক সমিতির অফিস প্রাঙ্গণ যেনো মৎস্য শ্রমিকদের উৎসাহ উদ্দীপনায় এক মিলন মেলায় পরিনত হয়েছে। এলাকাজুড়েই যেনো একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রশাসনের সার্বিক সহযোগিতায় একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মাধ্যমে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন ভোটার ও প্রার্থীরা। ভোটার রাকিবুল শিকদার বলেন, ‘অবাধ ও সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পেরেছি। এমন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।’

সভাপতি পদপ্রার্থী আব্দুস সালাম সরদার বলেন, ‘আমি অটোরিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছি। ভোটারদের ভালো সাড়া পাচ্ছি। ভোটের পরিবেশ খুব সুন্দর। এমন সুন্দরভাবে ভোটগ্রহণ চললে আমি নির্বাচিত হতে শতভাগ আশাবাদী।’ নির্বাচনের প্রিজাইডিং অফিসার হারুন অর-রশিদ বলেন, ‘সকাল ৯ টা থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। চলবে বিকাল ৪ টা পর্যন্ত।’

প্রধান নির্বাচন কমিশনার মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ চলছে।‌ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে মহিপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করছে।’

উল্লেখ্য, মৎস্য শ্রমিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০০০ সালের মে মাসে মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। প্রতি ৩ বছর পরপর সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়