শিরোনাম
◈ রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! (ভিডিও) ◈ এবার পাকিস্তান থেকে জাহাজে যা এসেছে ◈ হারিয়ে যাওয়া ৫৩ টি মোবাইল উদ্ধার করে  মালিকদেরকে বুঝিয়ে দিলো ডিএমপি ◈ নবম শ্রেণীর পাঠ্যবই ’মেয়ে’ গল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ও যে তথ্য দিলেন আসিফ মাহতাব (ভিডিও) ◈ আমি ১৬ ডিসেম্বর বিজয় দিবস মানি না: আসাদুজ্জামান ফুয়াদ (ভিডিও) ◈ যদি শেখ হাসিনা টিকে যেত এই সেমিনার কি হতো, প্রশ্ন আন্দালিব রহমান পার্থের (ভিডিও) ◈ নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেট দুনিয়ায় তোলপাড়, ভিডিও নিয়ে যা জানা গেল ◈ সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি ◈ নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ভারত ও বাংলাদেশ মুখোমুখি ◈ ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৬ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়িয়ল বিল রক্ষা কমিটির আহবায়ক শাহজাহান বাদল আর নেই

মো: মুজাহিদ খাঁন, শ্রীনগর (মুন্সীগঞ্জ): আড়িয়ল বিল রক্ষা কমিটির আহবায়ক শাহজাহান বাদল ইন্তেকাল করেছেন। গত শুক্রবার সকাল ৯ টার দিকে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

২০১০ সালে আওয়ামী লীগ সরকার আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিলে বিলবাসী ফুঁসে উঠে। বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তের বিরোধীতা করে গঠন করা হয় আড়িয়ল বিল রক্ষা কমিটি। শ্রীনগর উপজেলার বাড়ৈখালীর সন্তান শাহজাহান বাদলকে কমিটির আহবায়ক নির্বাচিত করা হয়। পরবর্তীতে বেশ কয়েক দফা সভা সমাবেশে বিলবাসী সংগঠিত হতে
থাকে।

২০১১ সালের ৩১ জানুয়ারী আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের বিরোধিতা করে বিলবাসী ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে। এ সময় জনতা-পুলিশ সংঘর্ষে হাঁসাড়া এলাকায় মতিউর রহমান নামে এক পুলিশ উপ-পরিদর্শক নিহত হন। খোয়া যায় পুলিশের অস্ত্র। প্রায় দিনব্যাপী সংঘঠিত সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক। ওই ঘটনায় ২১ হাজার জনকে আসামি করে চারটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান আসামি করা হয়। আসামী করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম চৌধুরীকে। 

শাহজাহান বাদল বিল রক্ষা কমিটির আহবায়ক হওয়ায় দুটি মামলায় তাকে প্রধান আসামী করা হয়। প্রায় একযুগ ধরে মামলা চালাতে গিয়ে তিনি অনেকটাই হাঁপিয়ে উঠেছিলেন। অবশেষে আরিয়ল বিল রক্ষার জন্য মামলা কাঁধে নিয়েই তিনি চলে গেলেন। গত শুক্রবার সন্ধ্যায় বাড়ৈখালীতে জানাজা শেষে তাকে দারোগাবাড়ী মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়