শিরোনাম

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলোচিত বক্তা তাহেরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

আলমগীর পাঠান, বেলাবো(নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর বেলাবোতে আলোচিত ইসলামী বক্তা পীর মুফতি গিয়াস উদ্দীন আত-তাহিরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে সল্লাবাদ ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ।
 
বিকাল ৪ টায় ঢাকা সিলেট মহাসড়কের নারায়নপুর বাসষ্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে বক্তব্য রাখেন। মানবন্ধনের পরে আতিকুর রহমান হিমেল ও জুনাইদ হোসেনের নের্তৃত্বে গিয়াস
উদ্দীন তাহেরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নের্তৃত্বে বিক্ষোভ মিছিল বের করে।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সররাবাদ বড় গোরস্থান ঈদগা জামে মসজিদের খতিব পীর মুফতি শরফুদ্দিন সিদ্দিকী,মাওলানা শাহজাহান জিহাদী,মুফতি বোরহান উদ্দীন কিয়াম , মাওলানা আহসান উল্লাহ'সহ প্রমূখ।

উল্লেখ্য যে,গত ১৩ ডিসেম্বর শুক্রবার বিকালে আখাউড়া নিলাখাদ গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনে ওয়াজ মাহফিলে ব্রাহ্মনবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা ও দাওয়াতি ঈমানি বাংলাদেশের চেয়ারম্যান মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর উসকানিতে আখাউড়ায় পুলিশের উপর হামলা করার একটি অভিযোগ এনে আখাউড়া থানার এসআই বাবুল মিয়া বাদি হয়ে গিয়াস উদ্দীন তাহেরীকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ইতিমধ্যে আখাউড়ার নিলাখাদ গ্রামের সোনা মিয়ার ছেলে হানিফ মিয়া,মোগড়ার গোলাম মোস্তুফার ছেলে গোলাম সামদানী শিবলী একই এলাকার জহির মিয়ার ছেলে রিমনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরীর বিরুদ্ধে মামলাটি দায়ের পর থেকেই মুফতি গিয়াস উদ্দিন তাহেরী ও তার ভক্তবৃন্দ'সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্র মামলা হিসাবে আখ্যা দিয়ে মামলা প্রত্যাহারের দাবি করে আসছে। তারই ধারাবাহিকতায় বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে এই মানববন্ধন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়