শিরোনাম
◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার ◈ নতুন প্রযুক্তি আসছে ব্যাটারিচালিত রিকশায় ◈ মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীদের হাতে খুন হন কামরুল হাসান, জড়িত ২ কিশোর গ্রেপ্তার ◈ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি : এবিসির রিপোর্ট ◈ চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে , ২-৩ দিনের মধ্যেই অভিযান: ডিএমপি কমিশনার ◈ সাংবাদিকদের জন্য বিপজ্জনক ভারত! ◈ দেড় শতাধিক নিহতের দাবি তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে, যা জানালো রিউমর স্ক্যানার ◈ সাগরে নিম্নচাপ: শীত ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ১২:০৬ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে রোলার স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরে আজ শুক্রবার (২০ ডিসেম্বর) মহান বিজয় দিবসের গৌরবময় স্মৃতিকে উদযাপন করতে অনুষ্ঠিত হলো বিজয় দিবস রোলার স্কেটিং প্রতিযোগিতা। এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে এবং নাটোর স্কেটিং ক্লাব এর ব্যবস্থাপনায় নাটোর ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অর্ধশতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে প্রতিযোগিতাটি ছিল অত্যন্ত প্রাণবন্ত। ছয়টি বয়সভিত্তিক ইভেন্টে প্রতিযোগীরা তাদের দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর যুব প্রধান রাহীক খান চৌধুরী।  বিচারকার্যের দায়িত্বে ছিলেন মোঃ নাদিম।

শেখ রিফাদ মাহমুদ বলেন, “বর্তমানে স্কেটিং বিশ্বব্যাপী একটি জনপ্রিয় খেলা হিসেবে স্বীকৃত। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আমাদের দেশের প্রতিভাবান স্কেটাররা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে।”

এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর যুব প্রধান রাহীক খান চৌধুরী বলেন, “এ ধরনের আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে।”

এই আয়োজন নাটোরে ক্রীড়া জগতে নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত, এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার, ঈদে ঈদ সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, নতুন পোষাক উপহার, বৃক্ষরোপণ ও বিতরণ, দূর্যোগে সহায়তা সহ নানারকম সেবামূলক কাজ করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়