শিরোনাম
◈ কিছু হুতুমপেঁচা আমাদের বাগানে ঢুকে সবকিছু এলোমেলো করে দেওয়ার চেষ্টা করে : জামায়াতের আমীর ◈ আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে: ড. মুহাম্মদ ইউনূস ◈ তুরাগ নদীর  সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক পানিতে ◈ হাইকোর্টে উপদেষ্টা হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত ◈ জার্মানিতে গাড়ি চালিয়ে সৌদি নাগরিকের হামলা, বহু হতাহত ◈ বনানী বস্তির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ◈ ঢালাও মামলা, দেশে-বিদেশে আইনি লড়াইয়ের প্রস্তুতি আ.লীগের ◈ ওয়েস্ট ইন্ডিজ থেকে রোববার দেশে ফিরছে ১২ ক্রিকেটার, বাকিরা সোমবার ◈ বিসিবি আমাকে অধিনায়কত্বের দায়িত্ব দিলে আমি নিতে প্রস্তুত: লিটন দাস ◈ বাংলাদেশে হিন্দুদের জন্য ভারতের আসলে কতদূর কী করার আছে?

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ১২:০২ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যমুনা রেল সেতু উদ্বোধন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে: রেল সচিব

আরমান কবীর : যমুনা রেল সেতু জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন করার কথা বলেছেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম। তিনি বলেন, যমুনা রেল সেতুটি উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের মেলবন্ধন সৃষ্টি করবে। এ প্রকল্পের কাজ প্রায় শেষ। এখন ফিনিশিংয়ের কাজ চলমান রয়েছে।
 
শুক্রবার(২০ ডিসেম্বর )দুপুরে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় নবনির্মিত ইব্রাহিমাবাদ স্টেশনের ভবন ও প্লাটফর্ম পরিদর্শনে কালে এসব কথা বলেন তিনি।
 
রেল প্রকল্পের মান দেখে সন্তোষ প্রকাশ করে ফাহিমুল ইসলাম বলেন, যমুনা বহুমুখী সেতু দিয়ে ট্রেন কম গতিতে চলাচল করলেও রেল সেতু দিয়ে ট্রেন তার পূর্ণ গতিতে যেতে পারবে।
 
টাঙ্গাইল-গাজীপুর রেলপথ ডাবল লেন করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, “রেল সেতুটি যেমন জাইকার সহায়তায় বাস্তবায়ন হয়েছে। ঠিক তেমনি আরও বেশ কিছু প্রকল্প জাইকার সহায়তায় করা হবে।
 
“সেই প্রকল্পগুলোর আওতায় জনগণের সুবিধার জন্য টাঙ্গাইল-গাজীপুর রেলপথ ডাবল লেন করা হবে। যমুনা রেল সেতু চালু হলে প্রয়োজনে এই পথে নতুন ট্রেন সংযুক্ত করার কথা বলেছেন রেল সচিব। এ সময় রেলের মহাপরিচালক মো. আফজাল হোসেন, যমুনা রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান এবং প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
এর আগে সকালে যমুনা সেতুর পশ্চিমপাড় এলাকা পরিদর্শন করেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম।
  • সর্বশেষ
  • জনপ্রিয়