শিরোনাম
◈ আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে, নাম হতে পারে ‘জনশক্তি’ (ভিডিও) ◈ মেয়ে দেশে ফিরলে হাসান আরিফের দাফনের সিদ্ধান্ত ◈ হাসান আরিফের নামাজে জানাজায় শরিক হলেন  প্রধান উপদেষ্টা ◈ গাড়িচাপায় বুয়েটশিক্ষার্থীর মৃত্যু: চালকসহ দুজনের শরীরে মিলেছে অ্যালকোহল ◈ চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ৫ ◈ বাবা তুমি শান্তিতে ঘুমাও, আবার আমাদের দেখা হবে: নিহত বুয়েট শিক্ষার্থীর মা ◈ ‘বাজারে সিন্ডিকেট এখনো আছে, হাত বদলের মাধ্যমে দাম বাড়ছে’ ◈ মিয়ানমারে জান্তার গুপ্তচর কাজ করছে বিদ্রোহীদের পক্ষে! ◈ সমুদ্রে ভাসছিল ১০২ রোহিঙ্গা, উদ্ধার করল শ্রীলঙ্কার নৌবাহিনী ◈ জনসংখ্যা দ্রুত কমছে, মাথা খারাপ ভারতের!

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৮:১০ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টাকে যে কারণে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

মাইক্রোক্রেডিট চালু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশে বর্তমান আর্থ সামাজিক অবস্থার যে প্রেক্ষাপট তাতে মাইক্রোক্রেডিটের ভূমিকা অপরিসীম। সে জন্য আমি ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই। তিনি মাইক্রোক্রেডিট শুরু করার পরে সেটির গ্রহণযোগ্যতা বেড়েছে। যা আস্তে আস্তে প্রমাণিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর ) দুপুরে ঠাকুরগাঁওয়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) তিন যুগ পূর্তি অনুষ্ঠানের ম্যুরাল উদ্বোধন ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, মাইক্রোক্রেডিটের যে মুভমেন্ট তা দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন শুরু হয়েছে। এই পুঁজির কারণেই বাংলাদেশের অর্থনীতি একটি জায়গায় পৌঁছেছে। তৃণমূল পর্যায়ে যে গরিব-অসহায় মানুষগুলো আছেন; যারা ব্যাংক থেকে সহায়তা পান না তারা এনজিওর মাধ্যমে অর্থনীতির উন্নয়ন ঘটিয়েছে।

তিনি আরও বলেন, আমি একজন রাজনৈতিক মাঠ কর্মী। তৃণমূল থেকে আমার উঠে আসা। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যা দেখেছি তা থেকে উপলব্ধি করি দেশের প্রত্যেকটি এনজিও তাদের জায়গা থেকে দেশের উন্নয়নে কাজ করছে। আমি বিশ্বাস করি এই কাজগুলোকে যদি সমন্বয় করা যায় এবং সঠিক পথে প্রবাহিত করে মূল অর্থনীতির ধারায় যদি এটিকে প্রসারিত করা যায় তাহলে অবশ্যই অর্থনীতির পরিবর্তন ঘটবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, এনজিও বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নিবার্হী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি ও ইএসডিওর কর্মীবৃন্দ।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়