শেখ সেকেন্দার আলী,পাইকগাছা (খুলনা)প্রতিনিধি : পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন পর শত শত ফুটবল প্রেমীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির মাঠ। শুক্রবার বিকেলে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে "কপিলমুনি স্পোর্টস একাডেমি"র আয়োজনে শিক্ষাবিদ, "শেখ ইমাম উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট" প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আব্দুল মজিদ বলেন, খেলা ধুলার মাধ্যমে যুব সমাজকে মাঠে ফেরাতে সকলকে আন্তরিক হতে হবে।খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদকাসক্তি থেকে দূরে থাকে। যুব সমাজ ও কিশোর কিশোরীদের স্বাভাবিক জীবন, লেখাপড়া ও দেশ গড়ার কাজে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।কপিলমুনি স্পোর্টস একাডেমীর সভাপতি ও কেকেএসপির আহবায়ক এম আজাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ আবুল হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম হরিঢালী ইউনিয়ন বিএনপি'র সভাপতি শেখ ইমামুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, যুব দল নেতা হুরায়রা বাদশা, বিএনপি নেতা আব্দুস সালাম মোড়ল,বাবুল সরদার,বুল বুল আহমেদ, সুমন আহমেদ,মিনারুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। উদ্বোধনী খেলায় ১-১ গোলে সমান হলে ট্রাইবেকারে বয়রা তরুণ সংঘ একাদশ খুলনাকে পরাজিত করে শানতলা ছাত্র সংসদ ফুটবল একাদশ যশোর বিজয়ী হয়।
আপনার মতামত লিখুন :