কাওসার হামিদ,তালতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে রাইদা ভ্যারাইটিজ ষ্টোর নামের এক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঐ দোকানের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি মালিকের।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর রাত ৪ টার দিকে উপজেলার কবিরাজপাড়া বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার কবিরাজপাড়া বাজারের টিনসেট দোকান ঘরে মুদি, মনোহরী ও হার্ডওয়ারীসহ ভ্যারাইটিজ ধরনের ব্যবসা পরিচালনা করে আসছিলেন রাইদা ভ্যারাইটিজ ষ্টোরের মালিক মো. সজল হাওলাদার।
তিনি প্রতিদিনের মতো মালামাল গুছিয়ে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাড়ি চলে যান। ভোর চারটার দিকে আগুনের খবর পেয়ে দেখে এসে তার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তাপে ঘরের ওয়ালও ফেটে গেছে। ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনায় বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।
এতে দোকান মালিকের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি সজল জানান, আমার জীবনের সমস্ত উপার্জন শেষ হয়ে গেছে। আমার একমাত্র সম্বলই ছিল এই ব্যবসা। দোকানের সমস্ত সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন পথে বসে গেলাম। উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন,যে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে সহযোগিতা করা হবে।
আপনার মতামত লিখুন :